ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

জামালপুরে ৫০ জন দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ

নিজস্ব সংবাদদাতা, মেলান্দহ, জামালপুর

প্রকাশিত: ১৭:০১, ২৩ জুলাই ২০২৫

জামালপুরে ৫০ জন দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ

ছবি: দৈনিক জনকণ্ঠ।

জামালপুরের মেলান্দহে দুস্থ এইড সোসাইটির উদ্যোগে ৫০ জন ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুরে  উপজেলার উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলার নির্বাহী অফিসার এসএম আলমগীর। বিশেষ অতিথি উপজেলা সমাজসেবা অফিসার আরিফুর রহমান। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব একাউন্টস অ্যান্ড এডমিন কহিনুর আলম চৌধুরী। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোস্ত এইডের প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস, পিআরও মুজাহিদুল ইসলাম, দোস্ত এইডের কর্মকর্তা আবুল কালাম আজাদ, সাজ্জাদ হোসেন সাদ্দাম, সাজু আহমেদসহ আরও অনেকে। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজকর্মী ও গণমাধ্যমকর্মীরাও এই আয়োজনে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ৫০ জন দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়, যা তাদের স্বাভাবিক চলাচল, আত্মমর্যাদা ও জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

প্রসঙ্গত, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দেশের বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, নিরাপদ পানি, স্যানিটেশন এবং জীবিকাভিত্তিক সহায়তা দিয়ে আসছে। প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সংস্থাটি প্রান্তিক মানুষের পাশে থেকে মানবিক উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

মিরাজ খান

×