ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

কাউনিয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

প্রকাশিত: ১৬:৩৬, ২১ জুলাই ২০২৫; আপডেট: ১৭:৪৫, ২১ জুলাই ২০২৫

কাউনিয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

ছবি: দৈনিক জনকণ্ঠ

আইনের শাসনের অভাবই দুর্নীতির মূল কারণ, উন্নত বাংলাদেশ গঠনে দুর্নীতিই একমাত্র অন্তরায় এবং অভাব নয় স্বভাবই সীমাহীন দুর্নীতির মুল কারণ এই তিনটি বিষয় নিয়ে রংপুরের কাউনিয়ায় অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী বিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

রংপুর জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়ের সহযোগিতায় এবং কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ধর্মেশ্বর মহেশা উচ্চ বিদ্যালয়, শহীদবাগ বালিকা বিদ্যালয়, কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দুই পর্বে বিতর্ক শেষে কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় স্থান অধিকার করে কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন, কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহের, প্রকৌশলী মনিরুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মোঃ সামিউল আলম, একাডেমি সুপার ভাইজার দিল আফরোজ, সহকারী শিক্ষাকর্মকর্তা আব্দুল লতিফ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ শাহ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান, সদস্য আসাদুজ্জামান শামীম, মনি মোহন বর্মন, বড়ুয়াহাট টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রভাষক আব্দুস সালাম প্রমুখ। 

বির্তক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ আলোচক নির্বাচিত হয় কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা সারাহ জামান। 

×