
ছবি: দৈনিক জনকণ্ঠ।
নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মোমেনা বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হানিফ মাস্টার ও এরশাদ গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। সংঘর্ষে গুরুতর আহত এক নারীকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে দ্রুত রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ জানান, নিহতের পরিচয় নিশ্চিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া সংঘর্ষে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।
ঘটনার পর এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করলেও প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা জানান ৭০ জনের অধিক পুলিশ ও ডিবি ফোর্স মোতায়ন করা হচ্ছে। এবং সেনাবাহিনীও পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাচ্ছেন।
মিরাজ খান