
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পারফরমেন্স বেজড গ্রান্ট (PBG) ফর সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট (SEDP) প্রোগ্রামের আওতায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
২০২২-২৩ শিক্ষাবর্ষের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মোট ২৮ জন শিক্ষার্থীকে নগদ অর্থ, সনদপত্র ও বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। সোমবার সকাল ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব দাশ পুরকায়স্হ, সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মোঃ মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শামীম হাওলাদার, উপজেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার অনাদিকুমার বাহাদুর, সহ রাঙ্গাবালী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেন। এ সময় বক্তারা শিক্ষার্থীদের দেশপ্রেম, সততা ও মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
এ আয়োজনকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ছিলো উৎসবমুখর পরিবেশ।
শেখ ফরিদ