ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

কক্সবাজারে পুলিশের স্ত্রীকে ধর্ষণকারী চোর আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার।।

প্রকাশিত: ১৯:২১, ১৭ জুলাই ২০২৫

কক্সবাজারে পুলিশের স্ত্রীকে ধর্ষণকারী চোর আটক

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের ভাড়া বাসায় প্রবেশ করে পুলিশ কনস্টেবলের স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণকারী ব্যক্তিকে (চোর) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে চকরিয়া থানা পুলিশ এ অভিযান চালায়।

স্থানীয় বাসিন্দারা আক্ষেপ করে বলেন, বাহ বাহ, এত বড় কলিজা তার! এখনও বেঁচে আছে? তাকে কঠিন শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
 

উল্লেখ্য, চকরিয়ায় চুরি করতে গিয়ে ট্যুরিস্ট পুলিশের স্ত্রীকে ধর্ষণ করে পালিয়ে যায় চোর আবুল কালাম। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেছে।
 

আটককৃত চোর ও ধর্ষণকারী আবুল কালাম চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের খামার পাড়া মগবাজার এলাকার বাসিন্দা।

আফরোজা

×