
রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি) কর্মরত বাংলাদেশ পুলিশের ২০১৮ ক এবং ২০১৮ খ ব্যাচের কনস্টেবলদের পদায়ন উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ১৭জুলাই সকালে আরএমপির পুলিশ লাইন্সে পিওএম কনফারেন্স রুমে এই আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, আরএমপির পুলিশ কমিশনার জনাব, মোহাম্মদ আবু সুফিয়ান।
এ সময় পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান
বলেন, “এতদিন তোমরা পুলিশ লাইন্সে কর্মরত থেকে বিভিন্ন দায়িত্ব পালন করেছো এবং প্রয়োজনীয় জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেছো। এখন তোমাদের বিভিন্ন থানা ও ইউনিটে পদায়ন করা হবে। তোমরা এতদিন যে জ্ঞান ও দক্ষতা অর্জন করেছো তা পদায়নকৃত কর্মস্থলে প্রয়োগ করতে হবে। সাধারণ মানুষ তথা বিচার প্রার্থীদের সাথে পেশাদারিত্ব বজায় রেখে সর্বোচ্চ ভালো এবং মানবিক আচরণ করতে হবে। পাশাপাশি, জনসেবায় আত্মনিয়োগের মাধ্যমে পুলিশের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি করতে হবে এবং বাহিনীর সুনাম ও ভাবমূর্তি আরও সমুজ্জ্বল করতে হবে।”
উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, জনাব নাজমুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম), অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর), জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ফোর্স) সহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।
Jahan