
ছবি: সংগৃহীত
কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের কোলাবাজার এলাকায় সেতুর নির্মাণকাজ দীর্ঘদিন ধরে অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। সেতুটি না থাকায় জামাল ইউনিয়নসহ আশপাশের অন্তত ৩০ হাজার মানুষ প্রতিদিন নানাভাবে দুর্ভোগের শিকার হচ্ছেন।
এই সেতু দিয়েই স্থানীয়রা কর্মস্থল, হাসপাতাল, হাটবাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে থাকেন। কিন্তু নির্মাণ বন্ধ থাকায় তাদের ভরসা এখন একটি অস্থায়ী কাঠের সাঁকো। যা বর্ষা মৌসুম এলেই তলিয়ে যায় কিংবা ভেঙে পড়ে। ফলে রোগী পরিবহন থেকে শুরু করে শিশুদের স্কুলে যাওয়া-আসা এবং কৃষিপণ্য পরিবহনও ব্যাহত হচ্ছে।
স্থানীয় কৃষকরা জানান, “ভ্যান বা ঠেলাগাড়িতে পণ্য নিয়ে নদী পার হতে গিয়ে প্রায়ই আটকে যেতে হয়। এতে পণ্য নষ্ট হয়, লোকসান গুনতে হয়।” তাদের মতে, দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় তারা আর কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না।
এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির অভাব এবং চরম উদাসীনতায় বছরের পর বছর সেতুটি অচল অবস্থায় পড়ে রয়েছে। তারা দ্রুত নির্মাণ কাজ শেষ করে স্বাভাবিক যোগাযোগব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
আসিফ