
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন ,‘‘আমরা সংস্কার চেয়েছি,জুলাই গুহত্যার বিচার চেয়েছি এবং নতুন সংবিধান চেয়েছি। কিন্তু একটি পক্ষ আমাদের চাওয়ার বিরুদ্ধে দাড়িয়ে যাচ্ছে-,যারা পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায়। তারা চাঁদাবাজ এবং সন্ত্রাসকে টিকিয়ে রেখে দেশকে শোষণ করতে চায়। তারা ভেবেছিল ২/৩ আসনের লোভ দেখিয়ে আমাদেরকে কিনে নেবে, কিন্তু জুলাই বিপ্লবীদের কেনার সাধ্য কারো নেই। গণঅভ্যুত্থানের পর এত মানুষের জীবনদানের পর তারা যদি মনে করে পুরাতন রাজনীতি করবে, বিষয়টি এত সহজ হবে না। গণঅভ্যুত্থানের শক্তি এখনও জেগে আছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবার দেশজুড়ে পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।
শনিবার (১২ জুলাই) দুপুরে সাতক্ষীরার শহীদ আসিফ চত্বরে আয়োজিত এক পথসভায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম দেশ সংস্কার, নতুন সংবিধান প্রণয়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে ঐক্যবদ্ধ সংগ্রামের ডাক দিয়েছেন। একইসাথে তিনি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা করে তাদের সামাজিকভাবে বয়কটের আহব্বান জানান। নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই বিপ্লবীরা চেয়েছিল একটি জাতীয় সরকার গঠন করে একটি নতুন রাষ্ট্র গঠন করতে। কিন্তু একটি দল চেয়েছে ৩ মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। তাদের একটিই উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া।
বক্তরা সাতক্ষীরার মানুষের বঞ্চনার কথা উল্লেখ করে বলেন, আপনারা ভুক্তভোগী। এই দেশকে পঙ্গু করে দেওয়া হয়েছে। ৫৪ বছরে সাতক্ষীরায় রেল লাইন আসে নাই। সাতক্ষীরার শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। মানুষ এখনও ন্যূনতম নাগরিক সুবিধা পায়না। একইসাথে জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চল রক্ষার ওপর গুরুত্বারোপ করে দলটির নেতৃবৃন্দ জানান, আমাদের সুন্দরবন, আমাদের উপকূলীয় অঞ্চলের দিকে তাকাতে হবে। জাতীয় নাগরিক পার্টি সাতক্ষীরার মানুষ এবং এই উপকূল রক্ষার জন্য কাজ করবে।
জাতীয় নাগরিক পার্টির সাতক্ষীরা জেলার সমম্বয়ক কামরুজ্জামান বুলুর সভাপতিত্বে পথ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণাঞ্চলের যুগ্ন মুখ্য সংগঠক মেজবাহ কামাল ও চিকিংসক তাসনীম জারা। এছাড়া মঞ্চে ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পথসভার আগে শহীদ আসিফ চত্বর এলাকায় জুলাই-বিপ্লবে আহত ও নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। পরে একটি পদযাত্রা শহীদ আসিফ চত্বর থেকে বের হয়ে নিউমার্কেট মোড়ে শেষ হয়। এরপর নিউমার্কেট এলাকায় আল বারাকা হোটেলের দ্বিতীয় তলায় জেলা কার্যালয় উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
রাজু