
২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় চরফ্যাসন উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোন পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি।
পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত শামীম মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর ৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। কিন্তু তাদের কেউই পাস করতে পারেনি।
উপজেলার দুলারহাট থানার ফরিদাবাদ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ২৪ জন শিক্ষার্থী অংশ নেয়, কিন্তু তারাও সবাই অকৃতকার্য হয়।
এদিকে, চরফ্যাসন থানাধীন মাদ্রাজ ইউনিয়নের উত্তর মাদ্রাজ মহিলা দাখিল মাদ্রাসার ১০ জন শিক্ষার্থী এ বছর দাখিল পরীক্ষায় অংশ নিলেও, তাদের কেউই কৃতকার্য হয়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর একেএম আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সুপারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা হতাশা প্রকাশ করে বলেন, ফল পুনঃনিরীক্ষণের জন্য পরীক্ষার্থীদেরকে আবেদন করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
Jahan