ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

বান্দরবানে জুলাই পদযাত্রা উপলক্ষ্যে এনসিপি’র সংবাদ সম্মেলন 

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান

প্রকাশিত: ১৮:৪৯, ১১ জুলাই ২০২৫

বান্দরবানে জুলাই পদযাত্রা উপলক্ষ্যে এনসিপি’র সংবাদ সম্মেলন 

ছবি: সংগৃহীত

বান্দরবানে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আগামী ১৯ জুলাই বর্ণাঢ্য আয়োজনে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে। শুক্রবার (১১ জুলাই) সকালে বান্দরবানের জাফরান রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় নাগরিক পার্টি'র (এনসিপি) অঞ্চল তত্বাবধায়ক ও যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ।

এসময় ইমন সৈয়দ জানান, জুলাইয়ের গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনকে স্মরণ করে রাখতে এবং সারাদেশে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আগামী (১৯ জুলাই) বান্দরবানে সফর করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বান্দরবানের আবু সাঈদ মুক্তমঞ্চের সামনে এক সমাবেশ শেষে বিভিন্ন পয়েন্টে পদযাত্রা করবেন বলে জানান তিনি।

এসময় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলার প্রধান সমন্ধয়কারী মো. শহীদুর রহমান সোহেল, যুগ্ম সমন্বয়কারী আবদুল্লাহ আল মামুন, যুগ্ম সমন্বয়কারী লুক চাকমা'সহ বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাবৃন্দ।

 

ফারুক

×