ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় মামলার আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী, পাবনা

প্রকাশিত: ১৮:১৩, ১১ জুলাই ২০২৫; আপডেট: ১৮:১৪, ১১ জুলাই ২০২৫

ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় মামলার আসামি গ্রেফতার

ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে উদ্দেশ্য করে হামলার ঘটনায় মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার ঈশ্বরদী পৌরসভার শেরশাহ রোড কোবা মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি বৈষমবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় ঈশ্বরদী থানার মামলা নাম্বার ১০(৮)২৪ এর এজাহারনামীয় ১৪ নং আসামি যুবলীগনেতা রিফাত হাসান উচ্ছাস। তিনি আওয়ামী সরকারের সাবেক ভূমি মন্ত্রীর নাতি ও মহিলা লীগ নেত্রী মাহজেবিন শিরিন পিয়ার ছেলে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার সাহা ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আ স ম আব্দুর নূরের নেতৃত্বে তাকে গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়।

তৌহিদ আক্তার পান্না/রাকিব

×