ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

বর্ষার মৌসুমে গ্রাম বাংলার সৌন্দর্য

মিলন আহম্মেদ, কন্ট্রিবিউটিং রিপোর্টার, মোহাম্মাদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা

প্রকাশিত: ০০:৩৭, ১১ জুলাই ২০২৫

বর্ষার মৌসুমে গ্রাম বাংলার সৌন্দর্য

বাংলার প্রকৃতি ছয় ঋতুর রঙে সেজে ওঠে, তার মধ্যে বর্ষা একটি অনন্য ঋতু। বর্ষার আগমনে গ্রাম বাংলার প্রকৃতিতে যে অপরূপ সৌন্দর্য বিরাজ করে, তা ভাষায় বর্ণনা করা কঠিন। আষাঢ়-শ্রাবণের মেঘলা আকাশ, রিমঝিম বৃষ্টি আর টিনের চালায় বৃষ্টির ছন্দময় শব্দ গ্রামের মানুষের মনে এক স্বর্গীয় অনুভূতি জাগিয়ে তোলে।

ধানক্ষেতে জমে থাকা বৃষ্টির পানি যেন সোনালী ফসলের স্বপ্নের বার্তা নিয়ে আসে। নদী, খাল, পুকুর ভরে যায় টলটলে জলে। ছোট ছোট নৌকা ভেসে চলে গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্ত। শিশু-কিশোররা বৃষ্টির ফোঁটার সাথে খেলায় মেতে ওঠে, কাদা মাখামাখি করে আনন্দে চিৎকার করে। গ্রামের কাঁচা রাস্তা ভিজে কাদা হয়ে যায়, তবু মানুষের মুখে বিরক্তি নেই, বরং বৃষ্টি তাদের জীবনের অঙ্গ।

বর্ষায় গ্রাম বাংলার প্রকৃতি হয়ে ওঠে আরও সবুজ, আরও সজীব। গাছের পাতা ধুয়ে মুছে তাজা হয়ে যায়। কদম ফুলের মৃদু সুবাস বাতাসে মিশে যায়। ধান রোপণের দৃশ্য গ্রাম বাংলার বর্ষার একটি চিরচেনা ছবি। কৃষকেরা কোমর পর্যন্ত পানিতে নেমে চারা রোপণ করে, সেই দৃশ্য এক অদ্ভুত আনন্দের অনুভূতি এনে দেয়।

বর্ষার রাতে ঝিঁঝিঁ পোকা আর ব্যাঙের ডাক মিলে এক বিশেষ সঙ্গীত রচনা করে। প্রকৃতি হয়ে ওঠে মায়াবী। এসময় গ্রামের নদী-পাড়ে বসে মেঘের গর্জন শোনা কিংবা নৌকায় চড়ে ভ্রমণ করা এক অনন্য অভিজ্ঞতা।

সর্বোপরি বলা যায়, বর্ষার ঋতু গ্রাম বাংলার হৃদয়কে শীতল করে, প্রকৃতিকে পূর্ণতা দেয়। এই মৌসুমের সৌন্দর্য, সজীবতা ও প্রাণবন্ততা বাংলার সংস্কৃতিতে চিরকাল অমলিন হয়ে থাকবে।

Jahan

×