ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

মজুতখালী নদীর বাঁধ ভাঙনের শঙ্কা, আতঙ্কে তিন গ্রামের শত শত মানুষ

মতিন গাজী, কন্টিবিউটিং রিপোর্টার, যশোর

প্রকাশিত: ২২:২০, ১০ জুলাই ২০২৫

মজুতখালী নদীর বাঁধ ভাঙনের শঙ্কা, আতঙ্কে তিন গ্রামের শত শত মানুষ

যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে মজুতখালী নদীর বাঁধ ভেঙে যাওয়ার আতঙ্কে দিন কাটছে তিন গ্রামের শত শত মানুষের। বর্ষা মৌসুমে বাধঁ ভেঙ্গে প্লাবিত হলে শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়ার আশঙ্খা রয়েছে। যার কারণে দ্রুত সময়ের মধ্যে বাঁধ সংস্কার ও স্থায়ী সমাধানের দাবি গ্রামবাসীর। তবে এ বিষয়টি নিয়ে দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্থ বাঁধ সংস্কারের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

জানা যায়, উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের ত্রিমোহনী থেকে বয়ে যাওয়া মজুতখালী নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ ভেঙে যাওয়ার আতঙ্কে রয়েছে সিদ্ধিপাশা ইউনিয়নের দিঘলীয়ারাবাদ, জয়ারাবাদ ও রামনগর গ্রামের শত শত মানুষ। ফলে এ সকল মানুষের যে কোন সময় পানিবন্দি হওয়ার শঙ্খায় দিন কাটছে।গ্রামবাসী জানায়, দিঘলীয়ারাবাদ গ্রামে বাঁধ ভেঙে যে কোন সময় পানি ঢুকে পড়বে। তাহলে গ্রামের শত শত মানুষ পানিবন্দি হয়ে দিশেহারা হয়ে পড়বে। বাধঁ রক্ষায় গ্রামবাসী মিলে নানা রকম পদক্ষেপ নিলেও তাতে তেমন কোন কাজে আসেনি। যার কারণে তারা সরকারি ভাবে সংস্কারের দাবি জানিয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য বিশ্বজিৎ বিশ্বাস বলেন, দ্রুত সময়ের মধ্যে বাঁধ সংস্কার না হলে যে কোন সময় তলিয়ে যেতে পারে বসতবাড়ি মাছের ঘের ও ফসলি জমি। 
এ ব্যাপারে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল বলছেন, বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সঙ্গে কথা বলে দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্থ বাঁধ সংস্কারের কাজ শুরু করবো।

রাজু

×