ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

পাংশায় কলেজের ওয়াশরুমে ধর্ষণের অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, পাংশা, রাজবাড়ী

প্রকাশিত: ২১:৫৯, ১০ জুলাই ২০২৫

পাংশায় কলেজের ওয়াশরুমে ধর্ষণের অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় একটি কলেজের ওয়াশরুমে সহপাঠী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই কলেজের শিক্ষার্থী জাবির আব্দুল্লাহ নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় কলেজপড়ুয়া ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, ঘটনাটি ঘটে বুধবার (৯ জুলাই) সকালে, পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের ড. কাজী মোতাহার হোসেন ডিগ্রি কলেজে। অভিযুক্ত জাবির আব্দুল্লাহ একই কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডাঙ্গিপাড়া গ্রামের বাসিন্দা।

মামলার এজাহারে বলা হয়, কলেজে পড়াকালীন অভিযুক্ত জাবির আব্দুল্লাহ ও ভুক্তভোগী ছাত্রীর মধ্যে পরিচয় হয়। পরবর্তীতে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে অভিযুক্ত। সর্বশেষ গত মঙ্গলবার (৮ জুলাই) কলেজের ওয়াশরুমে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। বিষয়টি কলেজ কর্তৃপক্ষ জানতে পারলে ছাত্রীর পরিবারকে জানানো হয়।

কলেজের একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, "ওদের মধ্যে আগে থেকেই সম্পর্ক ছিল। তাদের একাধিকবার সতর্ক করা হয়েছিল।"

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন বলেন, "ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। মামলা গ্রহণের পর অভিযুক্ত জাবির আব্দুল্লাহকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।"

নুসরাত

×