ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

টানা বর্ষণে রাঙ্গামাটির জনজীবন বিপর্যস্ত পাহাড় ধসের ঝুঁকি বেড়েছে

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি

প্রকাশিত: ১৯:৫২, ১০ জুলাই ২০২৫

টানা বর্ষণে রাঙ্গামাটির জনজীবন বিপর্যস্ত পাহাড় ধসের ঝুঁকি বেড়েছে

ছবি: জনকণ্ঠ

তিন দিনের টানা বর্ষণে রাঙ্গামাটির জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কখনো ভারী আবার কখনো হালকা বর্ষণ এখনো হচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সারাদিনই থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এতে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। পাহাড় ধসে ক্ষয়ক্ষতি এড়াতে পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের নিকটস্থ আশ্রয়কেন্দ্রে যেতে জেলা প্রশাসনের পক্ষ উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার থেকে শুরু হওয়া টানা বর্ষণ বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত আছে। রাঙ্গামাটিতে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে রাঙ্গামাটি পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। জনসচেতনতার লক্ষ্যে বিতরণ করা হয়েছে লিফলেটও।

পাহাড়ের পাদদেশে বসবাসরতদের জন্য পৌরসভার ৯টি ওয়ার্ডে ২৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে এই আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। কিন্তু পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা তাদের নিজের ঘর ছেড়ে এখনো কেউই আশ্রয়কেন্দ্রে যায় নি। 

রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপদে সরে যেতে মাইকিং করা হচ্ছে। তবে এখনো কেউ আশ্রয়কেন্দ্রে যায়নি। ভারী বৃষ্টির কারণে পাহাড়ে ঝুঁকি বেড়েছে।  

এদিকে সড়কের বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। ভারী বর্ষণের ফলে লংগদু ও বাঘাইছড়ি উপজেলায় বহু আমন বীজ তলা পানিতে তলিয়ে গেছে বলে এলাকার কৃষক সোনা মিয়া জানায়। আঞ্চলিক আবহাওয়া অফিসসূত্রে জানা গেছে গত ২৫ ঘণ্টায়  রাঙ্গামাটিতে ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Mily

×