ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

দশদোনা উচ্চ বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য: ১০টি এ+সহ ৯২.১৩% পাস

সোহাইল আহমেদ, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ১৮:২২, ১০ জুলাই ২০২৫

দশদোনা উচ্চ বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য: ১০টি এ+সহ ৯২.১৩% পাস

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় দশদোনা উচ্চ বিদ্যালয় অসাধারণ সাফল্য অর্জন করেছে। এ বছর বিদ্যালয় থেকে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পাসের হার ৯২.১৩% এবং ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ+) পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

বৃহস্প‌তিবার (১০ জুলাই) দুপুর ২টা সময় এই ফলাফল প্রকা‌শিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামিল উদ্দিন জানান, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে। তিনি বলেন, “শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম করেছে এবং আমরা তাদের নিয়মিত মনিটরিং করার চেষ্টা করেছি। তাদের এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত।”

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম বলেন, “দশদোনা উচ্চ বিদ্যালয় বরাবরই ভালো ফলাফল করে আসছে। এ বছরও তাদের এই সাফল্যে আমরা গর্বিত। ভবিষ্যতেও বিদ্যালয়ের মানোন্নয়ন ও শিক্ষার মান ধরে রাখতে আমরা কাজ করে যাব।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক বিদ্যালয়ের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, “দশদোনা উচ্চ বিদ্যালয়ের এই ফলাফল প্রমাণ করে শিক্ষার্থীরা সঠিক দিকনির্দেশনা পেলে ভালো ফলাফল অর্জন করতে পারে।” সফল শিক্ষার্থীদের অনেকেই ভবিষ্যতে চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক ও দেশের সেবক হওয়ার স্বপ্ন দেখছে। বিদ্যালয়ের এমন সাফল্যে শিক্ষক, অভিভাবক ও এলাকার সর্বস্তরের মানুষ তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

 

রিফাত

×