ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

গ্রাহকদের ১ জিবি বিনামূল্যে ডেটা দেবে বিটিআরসি

প্রকাশিত: ২২:১৫, ৯ জুলাই ২০২৫

গ্রাহকদের ১ জিবি বিনামূল্যে ডেটা দেবে বিটিআরসি

ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের সময় মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়ার ঘটনায় সারাদেশে এক ধরনের ডিজিটাল বিচ্ছিন্নতা তৈরি হয়েছিল। সেই ঘটনার স্মৃতিকে সামনে রেখে এবার এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

‘জুলাই আন্দোলন’ স্মরণে আগামী ১৮ জুলাই দেশের সব মোবাইল ফোন গ্রাহককে বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা দেয়ার নির্দেশ দিয়েছে সংস্থাটি। এই ডেটা পাঁচ দিন পর্যন্ত ব্যবহারযোগ্য থাকবে।

 

 

বুধবার (৯ জুলাই) মোবাইল ফোন অপারেটরদের পাঠানো এক অফিসিয়াল নির্দেশনায় বিটিআরসি এই সিদ্ধান্ত জানায়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিটিআরসি বলছে, এটি জনগণের আকাঙ্ক্ষা এবং ডিজিটাল স্বাধীনতার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে ৮ জুলাই বিটিআরসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত অনুমোদিত হয়। এরপর মোবাইল অপারেটরদের নির্দেশনা দেয়া হয়েছে যাতে তারা এসএমএসের মাধ্যমে গ্রাহকদের আগাম জানাতে পারে এবং সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে সহযোগিতা করে।

 

 

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৭ জুলাই রাতে কোটা সংস্কার আন্দোলনের সময় সরকার মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। এরপর ১৮ জুলাই থেকে ব্রডব্যান্ড সংযোগও বন্ধ হয়ে যায়। প্রায় এক সপ্তাহ পর ২৩ জুলাই সীমিতভাবে ব্রডব্যান্ড চালু হয় এবং ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট পুনরায় চালু করা হয়।

ছামিয়া

×