ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

খাগড়াছড়ি জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হলেন শেফালিকা ত্রিপুরা

হাসানুল করিম, খাগড়াছড়ি

প্রকাশিত: ২১:৫২, ৯ জুলাই ২০২৫

খাগড়াছড়ি জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হলেন শেফালিকা ত্রিপুরা

ছবি: জনকণ্ঠ

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পরিষদের সদস্য মিস শেফালিকা ত্রিপুরা।

বুধবার (৯ জুলাই) সকালে খাগড়াছড়ি জেলা পরিষদ সম্মেলন কক্ষে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তিনি বলেন, “খাগড়াছড়ি জেলার সার্বিক উন্নয়নে জেলা পরিষদ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন এবং উন্নয়নমুখী একটি জেলা গড়ে তুলতে সকলের সহযোগিতা নিয়ে একসাথে কাজ করতে চাই।”

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ, সিভিল সার্জন ডা. মো. ছাবের, পরিষদের অন্যান্য সদস্য, হস্তান্তরিত বিভাগের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তিনি দশম অন্তর্বর্তীকালীন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং এবার অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব পেলেন।

শহীদ

×