ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

খাগড়াছড়িতে পাহাড় ধসের আশঙ্কা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশনা

হাছানুল করিম, খাগড়াছড়ি

প্রকাশিত: ২২:২১, ৮ জুলাই ২০২৫

খাগড়াছড়িতে পাহাড় ধসের আশঙ্কা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশনা

খাগড়াছড়ি জেলায় টানা হালকা ও মাঝারি বৃষ্টিপাতে পাহাড় ধসের আশঙ্কা বেড়ে গেছে। পাহাড়ের পাদদেশে বসবাসরত মানুষদের নিরাপত্তার জন্য জেলা ও উপজেলা প্রশাসন নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় জেলা সদরের সবুজবাগ, শালবনসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। তাঁদের সঙ্গে ছিলেন রেড ক্রিসেন্টের যুব স্বেচ্ছাসেবক এবং স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিটের যুব স্বেচ্ছাসেবকরা ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সেখানে বসবাসরতদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ করছেন। তারা মাইকিংয়ের মাধ্যমে জনগণকে সতর্ক করছেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করছেন।

জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, “জেলা ও উপজেলা প্রশাসন প্রতিটি উপজেলায় মাইকিং এর মাধ্যমে জনগণকে সচেতন করে চলেছে। পাহাড়ের পাদদেশে যারা ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছেন, তাদের দ্রুত আশ্রয়কেন্দ্রে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।”

জেলা প্রশাসন ও রেড ক্রিসেন্টের পক্ষ থেকে সবার প্রতি ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান না করার এবং সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

 

রিফাত

×