
ছবিঃ সংগৃহীত
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের শীর্ষ নেতৃত্বে হঠাৎ রদবদল ঘটেছে। দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে দায়িত্ব থেকে সরিয়ে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পরিষদের আরেক সদস্য শেফালিকা ত্রিপুরাকে।
আজ মঙ্গলবার (৮ জুলাই) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯-এর ধারা ১৪ অনুযায়ী শেফালিকা ত্রিপুরা পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। এ সংক্রান্ত চিঠিতে সই করেন মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখার সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম।
অন্যদিকে, ৭ জুলাই বিকেলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জিরুনা ত্রিপুরাকে ‘গুরুতর দুর্নীতি ও অসদাচরণের’ অভিযোগের কারণে জেলা পরিষদের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এই অপ্রত্যাশিত পরিবর্তনকে ঘিরে খাগড়াছড়ির রাজনৈতিক অঙ্গনে নানান জল্পনা শুরু হয়েছে। স্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন কে, শেফালিকা ত্রিপুরা কি তার নেতৃত্বে ভিন্ন কোনো দৃষ্টান্ত স্থাপন করবেন, নাকি তদন্ত শেষে জিরুনা ত্রিপুরা পুনরায় ফিরে আসবেন—এসব প্রশ্ন এখন সাধারণ মানুষের আলোচনায় ঘুরপাক খাচ্ছে।
পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত শেফালিকা ত্রিপুরা খাগড়াছড়ি জেলা পরিষদের সর্বোচ্চ দায়িত্বে থাকছেন। এখন দেখার বিষয়, এই অস্থায়ী নেতৃত্ব পাহাড়ি জনপদের প্রশাসনিক অস্থিরতা কতটা সামাল দিতে পারে এবং রাজনৈতিক সমীকরণে কী নতুন পালাবদল ঘটে।
ইমরান