ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে দক্ষ জনবল তৈরি আমাদের লক্ষ্য:গোদাগাড়ীর ইউএনও

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী, রাজশাহী

প্রকাশিত: ১৬:২৪, ৮ জুলাই ২০২৫

দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে দক্ষ জনবল তৈরি আমাদের লক্ষ্য:গোদাগাড়ীর ইউএনও

আধুনিক পোশাক তৈরির উপর ৩ মাসব্যাপী উচ্চতর প্রশিক্ষণ প্রসঙ্গে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন কর্তৃক পুরুষ এবং মহিলাদের জন্য আধুনিক বিভিন্ন পোশাক তৈরির উপর এই উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হবে।৮ জুলাই (মঙ্গলবার) বেলা ১১:০০ টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ এই উদ্যোগ গ্রহণ করেন।এসময় উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মরিয়ম আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা প্রমুখ।

সভাপতির বক্তব্যে ইউএনও ফয়সাল আহমেদ জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা বেকারত্ব দূরীকরণের সুযোগ পাবেন। আমরা দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে দক্ষ জনবল তৈরি করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা হাতে-কলমে কাজ শিখতে পারবেন এবং পরবর্তীতে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন। এছাড়াও কাজ শেখার মাধ্যমে নিজেরাও ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে আয় করতে পারবেন।

আফরোজা

আরো পড়ুন  

×