ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ভোলায় বৃদ্ধ অটোরিকশা চালককে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা,এখনো আটক হয়নি কেউ

হাসিব রহমান, ভোলা।।

প্রকাশিত: ১৫:৫৪, ৮ জুলাই ২০২৫; আপডেট: ১৫:৫৫, ৮ জুলাই ২০২৫

ভোলায় বৃদ্ধ অটোরিকশা চালককে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা,এখনো আটক হয়নি কেউ

ভোলার ঘুইংগারহাট এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল মতলব ফরাজি (৭০) নামের এক অটোরিকশা চালক নির্মমভাবে হত্যা করা হয়েছে। সোমবার (৭ জুলাই) রাত সাড়ে ৮টায় সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের রেবা রহমান কলেজ সংলগ্ন সড়কে দুর্বৃত্তদের ছুরিকাঘাতের ঘটনা ঘটে। রাত ৯টায় সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মতলব সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের চর কুমারিয়া গ্রামের ফরাজি বাড়ির আবদুল মুনাফের ছেলে। তবে এই হত্যাকাণ্ডের কারণ এখনো জানা সম্ভব হয়নি। পুলিশ মঙ্গলবার পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। এদিকে দুপুরে নিহতের মরদেহ তার বাড়িতে নিয়ে গেলে এক হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়। স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এ সময় তাদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে।

নিহতের স্বজনরা জানান, অটোরিকশা চালক মতলব ফরাজি সোমবার বৈরী আবহাওয়ার মধ্যে রাত ৮টায় ঘুইংগারহাট থেকে যাত্রী নিয়ে গজারিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। রেবা রহমান কলেজের পাশের রাস্তা দিয়ে কিছু দূর গেলে হামলার শিকার হন। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় ডাকচিৎকার শুনে এলাকাবাসী তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে যাত্রীদের পাওয়া যায়নি। স্বজনদের অভিযোগ, অটোরিকশা ছিনিয়ে নেওয়ার জন্য তাকে হত্যা করা হতে পারে। তবে রিকশায় থাকা যাত্রীদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। নিহতের ছেলে জানান, তার দুটি প্রতিবন্ধী বোন রয়েছে। ১০/১২ জনের সদস্যের পরিবারে তিনি অটোরিকশা চালিয়ে আয় করে সংসার চালাতেন। এলাকায় তার কোনো শত্রু ছিল না।

এদিকে ঘটনার পরপরই খুনের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করছে। সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবু শাহাদাত মো. হাছনাইন পারভেজ সাংবাদিকদের জানান, পুলিশ ঘটনা তদন্ত করছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দোষীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো কেউ আটক হয়নি।

আফরোজা

×