ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

শহীদ সোহাগের পরিবারকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র দিলো সরকার

এস এম মিজান, সুনামগঞ্জ

প্রকাশিত: ১৩:১১, ৮ জুলাই ২০২৫

শহীদ সোহাগের পরিবারকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র দিলো সরকার

মা ও ভাইয়ের হাতে সঞ্চয়পত্র হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার

গত বছরের জুলাই-আগষ্টে সংগঠিত ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাহসী তরুণ শহীদ সোহাগ মিয়ার পরিবারের পাশে দাঁড়াল সরকার। তাঁর আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ পরিবারকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

গতকাল বিকালে জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে শহীদের মা রোকেয়া বেগম এবং ছোট ভাই বিল্লাল মিয়ার হাতে সঞ্চয়পত্র হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মুশফিকুন নূর।

শহীদ সোহাগ ২০২৪ সালের ৫ আগস্ট “সরকার পতন দিবস” উপলক্ষে ছাত্র-জনতার ডাকে আয়োজিত শান্তিপূর্ণ গণজমায়েতে পুলিশের গুলিতে প্রাণ হারান। তরুণ এই শিক্ষার্থী ছিলেন এলাকার প্রগতিশীল আন্দোলনের এক সাহসী মুখ, যিনি অন্যায়ের প্রতিবাদে সবসময় সোচ্চার ছিলেন।

হস্তান্তর অনুষ্ঠানে ইউএনও মুশফিকুন নূর বলেন, 
“শহীদ সোহাগ দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে নিজের জীবন উৎসর্গ করেছেন। তার এই আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। আজকের এই ক্ষুদ্র সহায়তা সরকারের পক্ষ থেকে শহীদ পরিবারের প্রতি দায়িত্ববোধের একটি প্রতীক মাত্র।” 

তিনি আরও জানান, শহীদ সোহাগের পরিবারের জন্য অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা নিশ্চিত করার বিষয়ে প্রশাসন কাজ করে যাচ্ছে।

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের সদস্যরাও উপস্থিত ছিলেন।

এই মানবিক সহায়তা সোহাগের পরিবারের চোখে একবুক কষ্টের মধ্যে আশার একটি আলো জ্বালিয়ে দিয়েছে। সোহাগের মা বলেন, ছেলেকে তো আর ফিরে পাব না, কিন্তু তার কষ্টটা রাষ্ট্র বুঝেছে, এইটুকু শান্তনা পেলাম।

তাসমিম

×