
অবশেষে প্রত্যাহার করা হয়েছে চট্টগ্রামের পটিয়া থানার বিতর্কিত ওসি জায়েদ নুরকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) চাপে বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের অতর্কিতভাবে লাঠিপেটা করার দায়ে বুধবার সকালে পটিয়া থানা ঘেরাও ও সকাল সাড়ে ১১টার পর মহা সড়ক অবরোধ করা হয়। পরবর্তীতে ওসিকে পটিয়া থানা থেকে প্রত্যাহারের আশ্বাস দেওয়ায় দীর্ঘ ৮ ঘন্টা পর সন্ধ্যা ৭টায় অবরোধ তুলে নেওয়া হয়।
বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের সুত্রে জানা গেছে, রাঙামাটি জেলা ছাত্রলীগের নেতা দীপংকর তালুকদারকে বৈষম্য বিরোধী ছাত্ররা আটক করে পুলিশে সোর্পদ করে। পটিয়া থানার বির্তকিত ওসি জায়েদ নূর এ ছাত্রলীগ নেতাকে নিতে অনিহা প্রকাশ। এ নিয়ে কথা কাটাকাটি হলে ওসি জায়েদ নুর বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যাপক লাঠি চার্জ করে। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক রিদুয়ান সিদ্দিকীসহ দুই দফায় ১৫জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজন গুরুতর আহত। এ ইস্যু নিয়ে ছাত্ররা বুধবার থানা ঘেরা ও সড়ক অবরোধ করে। ছাত্রদের অভিযোগ, ওসি জায়েদ নুর আওয়ামী লীগের প্রকৃত দোসর। আওয়ামী লীগের চিহ্নিত কোন সন্ত্রাসীকে তিনি গ্রেফতার করেনি। বরং আমরা আটক করে দিলে তা নিয়ে নানা তালবাহানা করেন।
পটিয়া থানার ওসি জায়েদ নুর অপসারণের বিষয়টি চট্টগ্রাম জেলা সুপার (এসপি) সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে ওসি জায়েদ নুরকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
Jahan