
ছবি: জনকণ্ঠ
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে সাত জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তবে বুধবার বিকেলে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ এবং স্থানীয় জেলেদের সহযোগিতায় সবার জীবন রক্ষা করা সম্ভব হয়েছে। সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তারা নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন।
উদ্ধার হওয়া জেলেরা হচ্ছেন, মাহবুব মাঝি (৩২), মামুন (৩২), হাসান (৩৫), তানজিল (২৮), ইসমাইল (৩০), তানিম (২১) ও মোস্তফা (৫২)। এদের সবাই কুয়াকাটা ও আশপাশের এলাকার বাসিন্দা হলেও তানিমের বাড়ি বরগুনার তালতলী উপজেলায়। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার সকালে তারা নম্বরবিহীন একটি ট্রলারে মাছ ধরতে সাগরে যান। উত্তাল ঢেউয়ের তোড়ে প্রায় ৩০ কিলোমিটার সাগরবক্ষে ট্রলারটি ডুবে যায়। ট্রলারের মাঝি মাহবুব জানান, ট্রলার ডোবার পর একটি কনটেইনার নিয়ে দুজনে ভেসে থাকেন। প্রায় তিন ঘণ্টা পর অপর একটি ট্রলার তাদের উদ্ধার করে। এরপর আরও দুই ঘণ্টা পর পুলিশ ও স্থানীয় জেলেরা বাকিদের উদ্ধার করেন। ট্রলারটিকেও ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
শহীদ