ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

ডামুড্যা পৌরসভার নতুন অর্থবছরের বাজেট ঘোষণা

মো. মিরাজ সিকদার, শরীয়তপুর

প্রকাশিত: ২১:০৭, ২ জুলাই ২০২৫

ডামুড্যা পৌরসভার নতুন অর্থবছরের বাজেট ঘোষণা

ছবি: জনকণ্ঠ

ডামুড্যা পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন পৌর প্রশাসক নাসরীন বেগম সেতু। বুধবার (০২ জুলাই) দুপুরে পৌরসভা হলরুমে ডামুড্যা পৌরসভার ২১ কোটি ৯৯ লাখ ২ হাজার টাকার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক।

প্রশাসক তার বক্তব্যে জানান, বর্তমান বাজেটে উন্নয়ন আয় লক্ষ্যমাত্রা ১৯ কোটি ২০ লাখ  টাকা এবং রাজস্ব আয় লক্ষ্যমাত্রা ২ কোটি ৭৯ লাখ ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পৌরসভার আয় দিয়ে ধাপে ধাপে উন্নয়ন কর্মকাণ্ড শুরু হবে।

ডামুড্যা পৌরসভার প্রশাসক নাসরীন বেগম সেতু এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডামুড্যা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান জুয়েল, হিসাবরক্ষক কর্মকর্তা মোঃ ইদ্দিস আলী, উপসহকারী প্রকৌশলী মোবারক হোসেন, বিভিন্ন ওয়ার্ডের দায়িত্ব পালনকারী সরকারি কর্মকর্তা মো. হাফিজুর রহমান মানিক, মো. শাহআলম সিদ্দিক, মো: ওবায়দুর রহমান, সুকণ্ঠ ভক্ত, হারুন অর রশিদ। 

এসময় তিনি পৌরসভার চলমান নানা উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে পৌরসভাকে সৌন্দর্যমন্ডিত করার জন্য তার নানা উদ্যোগ ও পরিকল্পনার কথা জানান।

প্রশাসক আরও বলেন, পৌর নাগরিকদের সার্বিক সুযোগ-সুবিধা, মানসম্পন্ন সেবা দেয়ার দিকে লক্ষ্য রেখেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, পৌরসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটা ডাম্পিং স্টেশন নির্মাণ। আমরা সেই লক্ষ্য কে সামনে রেখেই কাজ করে যাচ্ছি। এছাড়াও সৌন্দর্যবর্ধনের জন্য বেশ কিছু উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। আর কিছু প্রকল্প গ্রহণ করা হবে।

আবির

×