ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

ছাত্রীদের ভিডিও কল দিয়ে ‘দেখতে চান মোটা না চিকন’, ইবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

প্রকাশিত: ২০:৫৬, ২ জুলাই ২০২৫; আপডেট: ২০:৫৭, ২ জুলাই ২০২৫

ছাত্রীদের ভিডিও কল দিয়ে ‘দেখতে চান মোটা না চিকন’, ইবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আজিজুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির বিস্ফোরক অভিযোগ এনেছেন অন্তত ১২ জন ছাত্রী।

ভুক্তভোগী ছাত্রীদের অভিযোগে উঠে এসেছে ভিডিও কল দিয়ে ‘মোটা না চিকন হয়েছো দেখতে চাই’ বলা, বডি শেমিং, ক্লাসে অশালীন কৌতুক, পরীক্ষায় নম্বর কেটে দেওয়ার হুমকি, ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যসহ নানা হেনস্তা।

গত ২২ জুন বিভাগের সভাপতির কাছে লিখিত অভিযোগ জমা দেওয়ার পর বুধবার (২ জুলাই) বিষয়টি প্রকাশ্যে এলে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

২০১৯-২০ শিক্ষাবর্ষের এক ছাত্রী অভিযোগপত্রে উল্লেখ করেন, “স্যার আমাকে ইমোতে ভিডিও কল দেন। কল রিসিভ না করায় অডিও কল দেন। বলেন, অনেকদিন দেখি না, মোটা হয়েছো না চিকন হয়েছো দেখার জন্য ভিডিও কল দিয়েছি।”

তিনি আরও জানান, “স্যার ক্লাসে সবাইকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ জোকস বলেন। মেন্সট্রুয়েশন নিয়ে অপমান করেন। আমি বিবাহিত জানার পর স্বামী-স্ত্রীর সম্পর্ক নিয়েও অশালীন মন্তব্য করেছেন।”

অন্য শিক্ষার্থীদের অভিযোগেও উঠে আসে হোয়াটসঅ্যাপে অশালীন মেসেজ, রাতে ভিডিও কল, পছন্দের ছাত্রীদের প্রজেক্টে কাজ করাতে বাধ্য করা, রুমে ডেকে ব্যক্তিগত জিজ্ঞাসা, কল না ধরলে খারাপ রেজাল্ট দেওয়ার হুমকি, বডি শেমিং ইত্যাদি।

দীর্ঘদিন ধরেই ড. আজিজুল ইসলাম এসব করে আসলেও ভয়ে কেউ মুখ খুলতে পারেননি বলে দাবি করেন অভিযোগকারী ছাত্রীদের অনেকে।

এ বিষয়ে অভিযুক্ত ড. আজিজুল ইসলাম দাবি করেন, “আমি কাউকে হেনস্তা করিনি। আমার কথা বা কাজ কেউ ভুলভাবে নিয়েছে। এটা পরিকল্পিত ষড়যন্ত্র।”

তবে বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. এ কে এম নাজমুল হুদা জানান, “আমরা একাডেমিক কমিটির বৈঠকে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছি। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে বিভাগের সকল কার্যক্রম থেকে অনির্দিষ্টকালের জন্য বিরত থাকার নির্দেশ দিয়েছে।”

ঘটনার পূর্ণ তদন্ত ও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তী পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে।

মিমিয়া

×