
ছবি: দৈনিক জনকণ্ঠ
দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে যাওয়ার পথে ইনস্টিটিউটের দেয়াল ঘেঁষা রাস্তার পাশেই ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। নিয়মিত ময়লা অপসারণ না করায় সেখান থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। যার ফলে ভোগান্তিতে শিক্ষার্থী ও পথচারীরা। আর রাস্তার পাশেই ময়লা ফেলায় দখল হয়েছে ফুটপাত, অল্প বৃষ্টি হলেই এসব বর্জ্য আরো তীব্র দুর্গন্ধ ছড়ায় সেই সাথে পিছলে পড়ার আশঙ্কা থাকে শিক্ষার্থী ও পথচারীদের। যার ফলে শিক্ষার্থীদের চলাচলের রাস্তা সরু হওয়ায় তীব্র ভোগান্তির পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
দিনাজপুরের খোকন মৌলবি ও শেখপুরা এলাকার ছাত্রী ও ছাত্রাবাসগুলোতে রয়েছে হাজারও শিক্ষার্থী। আর এই এলাকা গুলো থেকে প্রতিদিন অত্র ইনস্টিটিউটের উত্তর দিকে দেয়াল ঘেঁষে প্রধান সড়কের পাশ দিয়েই হাজারেরো বেশি শিক্ষার্থী যাতায়াত করে। এবং ময়লার স্তুপের প্রাচীরের পাশেই রয়েছে অত্র ইনস্টিটিউটের অধ্যক্ষের বাসভবন ও তার উল্টোদিকে একটি ছাত্রী নিবাস।
আর প্রতিদিন পলিটেকনিক ইনস্টিটিউটে যাতায়াতে তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ সকলেই। এতে করে অসুস্থ হয়ে পড়ছেন কেউ কেউ। তাই এই বর্জ্যগুলো স্থায়ীভাবে অপসারণের দাবি শিক্ষার্থী, পথচারী ও স্থানীয়দের।
শিক্ষার্থী মিশুক হাসান বলেন, এই ময়লা গুলো এখানে ফেলার কারণে যাতায়াতে আমাদের ভোগান্তিতে পরতে হয়। আর এই ময়লা ফেলার কারণে আমাদের চলাচলে রাস্তাটাও কিন্তু সরু হয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠানের পাশে এসব ময়লা আবর্জনা ফেলা উচিত নয়। এতে আমাদের স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কা বাড়ে।
৫ম সেমিস্টারের শিক্ষার্থী মোস্তাকিম জানান, প্রতিদিন কলেজ যাওয়ার সময় এই জায়গাটি পার হতে গেলে নাক চেপে পার হতে হয়। এবং রাস্তার উপর দিয়ে যেতে হয়, যেটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। তাই আমরা চাই এই ময়লা আবর্জনা গুলো দ্রুত সরিয়ে ফেলা হোক এবং আমাদের ফুটপাতটাকে উন্মুক্ত করে দেয়া হোক।
ইন্সটিটিউটে যাওয়ার পথে শিক্ষার্থী শেখ সাদী জানান, ইনস্টিটিউটের পাশে ময়লা ফেলার কারণে আমাদের ইনস্টিটিউটের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। সেই সাথে এখানে ময়লা ফেলায়, রাস্তাটাও দখল হয়ে গেছে, আমরা চাই দ্রুত কর্তৃপক্ষ যাতে করে ব্যবস্থা নেয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় পৌরসভার ময়লা ফেলা হয় ইনস্টিটিউটের পাশেই। এগুলো ৪-৫ দিন এখানেই থাকে এরপর পৌরসভার গাড়ি এসে নিয়ে যায়। কিন্তু ময়লা অপসারণের স্থায়ী কোনো কার্যকরী ব্যবস্থা নেই কর্তৃপক্ষের।
এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে যদি ময়লা ফেলা হয়, তাহলে আমাদের সন্তানরা সুস্থভাবে পড়ালেখা করবে কীভাবে? আমরা চাই দ্রুত এগুলো সরিয়ে ফেলা হোক।
এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল জানান, ইতিমধ্যেই আমি মাসিক সমন্বয় মিটিংয়ে জেলা প্রশাসকের কাছে ময়লা ফেলার বিষয়টি উত্থাপন করেছি। পৌর কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। সেখানে সকলেই একমত হয়েছেন যে শিক্ষা প্রতিষ্ঠানের বাউন্ডারি বরাবর কোন ময়লার স্তুপ থাকতে পারবে না। এবং তারা খুব দ্রুত এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন।
তিনি আরোও বলেন, আমি সড়ক বিভাগের সাথেও কথা বলেছি তারা যেন রাস্তার পাশে একটি ফুটপাত তৈরি করে দেয় যাতে করে আমাদের ইনস্টিটিউটের শিক্ষার্থীদের চলাচলের সুবিধা হয়।
নোভা