ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

নেতাকর্মীদের পিটিয়ে রক্তাক্ত করায় ওসি জায়েদ নূরের অপসারণের দাবিতে থানা ঘেরাও

নিজস্ব সংবাদদাতা, পটিয়া

প্রকাশিত: ১০:৫১, ২ জুলাই ২০২৫; আপডেট: ১১:০১, ২ জুলাই ২০২৫

নেতাকর্মীদের পিটিয়ে রক্তাক্ত করায় ওসি জায়েদ নূরের অপসারণের দাবিতে থানা ঘেরাও

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, এনসিপি, ছাত্রশিবির ও বিএনপির নেতাকর্মীদের পিটিয়ে রক্তাক্ত করার ঘটনায় চট্টগ্রামের পটিয়া থানার ওসি জায়েদ নূরের অপসারণের দাবি জানানো হয়েছে। বুধবার সকাল ১০টায় ‘সর্বস্তরের ছাত্রজনতা’র ব্যানারে পটিয়া ব্লকেড কর্মসূচি ঘোষণা করে ছাত্ররা পটিয়া থানা ঘেরাও করে। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক ছাত্র এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কর্মসূচি চলমান রয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে রাঙামাটি জেলা ছাত্রলীগ নেতা দীপংকর তালুকদারকে বৈষম্যবিরোধী ছাত্ররা পটিয়ায় আটক করে পুলিশে সোপর্দ করে। কিন্তু পুলিশ ছাত্রলীগ নেতাকে গ্রহণে অনিচ্ছা প্রকাশ করলে, বাকবিতণ্ডার এক পর্যায়ে ওসি জায়েদ নূরের নেতৃত্বে পুলিশ দুই দফায় ছাত্রদের ওপর লাঠিচার্জ করে। এর প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্ররা বুধবার সকাল ১০টায় ‘পটিয়া ব্লকেড’ কর্মসূচি আহ্বান করে।

পুলিশের হামলায় আহত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আশরাফুল ইসলাম তৌকির (২১), মো. নাদিম (২১), মো. আয়াস (১৬), মো. আকিল (১৮), মো. ইরফান উদ্দিন (১৮), তাসরিয়ান হাসান (১৮), মো. রায়হান উদ্দিন (২০), সাইফুল ইসলাম (১৭), জাহেদুল করিম শাহী (১৮), মুনতাসির আহমদ (১৭) ও সাইফুল ইসলাম (১৮)। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

সানজানা

×