ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

ভূমি কর খাস জমির বন্দোবস্ত, সব কিছু এক মেলাতেই

মোঃ আশিকুর রহমান সৈকত, বেলাব, নরসিংদী

প্রকাশিত: ২১:৩৫, ২৫ মে ২০২৫; আপডেট: ২১:৩৬, ২৫ মে ২০২৫

ভূমি কর খাস জমির বন্দোবস্ত, সব কিছু এক মেলাতেই

ছবি: জনকণ্ঠ

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি’নিজের জমি সুরক্ষা রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর বেলাব উপজেলায় ‘ভূমি মেলা–২০২৫’ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ মে)  উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয় ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল করিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন বেলাব থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ গোলাম সারোয়ার, বেলাব উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারি দপ্তরের কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ আব্দুল করিম বলেন, “ভূমি সেবা সহজীকরণ এবং জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তিন দিনব্যাপী এই ভূমি মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” মেলা উপলক্ষে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, জমির খারিজ, খতিয়ান ও নামজারি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হবে।

সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার বলেন, ই-নামজারি আবেদন গ্রহণ ও তাৎক্ষণিক নিষ্পত্তি, অনলাইনে ভূমি কর প্রদানের সুবিধা, খাস জমি বন্দোবস্ত আবেদন গ্রহণ, এলএ পেমেন্ট কেস নিষ্পত্তি ও ক্ষতিপূরণ প্রদান, ভিপি লিজ নবায়ন আবেদন ও নিষ্পত্তিসহ ভূমি-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই মেলায় নাগরিকদের সচেতন ও সহায়তা করা হচ্ছে।

শহীদ

×