ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

পরিবারের উপার্জনকারী একমাত্র ব্যক্তি ইজিবাইক চালক খুন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস

প্রকাশিত: ১০:৩৬, ২৫ মে ২০২৫

পরিবারের উপার্জনকারী একমাত্র ব্যক্তি ইজিবাইক চালক খুন

ছবি: সংগৃহীত

যশোর সদরের চুড়ামনকাটিতে ইজিবাইক চালকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ডাবলু (৬৫) ঝাউদিয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত ডাবলু পেশায় একজন ইজিবাইক চালক। প্রতিদিনের ন্যায় শনিবার সে ইজিবাইক চালানোর জন্য বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে যায়নি। পরে স্থানীয় চুড়ামনকাটি বাজারের অদূরে ব্রাক অফিসের নিকটে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খুবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

ধারণা করা হচ্ছে ছিনতাইকারীর কবলে পড়তে পারে নিহত ডাবলু। ছিনতাইকারীরা তাকে কুপিয়ে হত্যা করে তার কাছে থাকা ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে গেছে। 

এ ব্যাপারে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুর রউফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়েই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসেছিলেন। হত্যা রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। 
তবে তদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না।

এদিকে পরিবারের উপার্জনকারী একমাত্র ব্যক্তির মৃত্যুতে গোটা পরিবার জুড়ে চলছে শোকের মাতম। 
এলাকাবাসী ভাষ্যমতে নিহত ডাবলু এলাকায় শান্ত-শিষ্ট একজন মানুষ। তার সাথে এলাকায় কারোর কোনো বিরোধ নেই।

এএইচএ

×