ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

আ. লীগ নেত্রীর কারণে অতিষ্ঠ গ্রামবাসী, পরিত্রাণ চেয়ে বিক্ষোভ

 নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা

প্রকাশিত: ১৬:১২, ৩ মে ২০২৫; আপডেট: ১৬:১৫, ৩ মে ২০২৫

আ. লীগ নেত্রীর কারণে অতিষ্ঠ গ্রামবাসী, পরিত্রাণ চেয়ে বিক্ষোভ

ছবি: জনকণ্ঠ

একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে রওশন আরা নামের এক আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে বিক্ষোভ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে বিক্ষুব্ধ গ্রামবাসী।

শনিবার দুপুরে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন শেষে শহরের কাচারি বাজার এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিড়্গোভ করে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের পাকার মাথা কাইয়ারহাট গ্রামের কয়েকশ ভুক্তভোগী নারী-পুরুষ। এসময় তারা মামলাবাজ ওই নারীর হয়রানি থেকে পরিত্রাণ চেয়ে তাকে আইনের আওতায় নিয়ে বিচারের মুখোমুখি করতে প্রশাসনের প্রতি দাবি জানান। 


এলাকাবাসীর বিরুদ্ধে দুই শতাধিক মিথ্যা মামলা দায়ের করে মামলাবাজ আখ্যা পাওয়া ওই নারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রোকেয়া বেগম। বিক্ষোভ চলাকালে তিনি বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রওশন আরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রভাবে গ্রামের সাধারণ মানুষ ছাড়াও সরকারি কর্মকর্তা-কর্মচারি এমনকি ফুলছড়ি থানার পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও মিথ্যা ধর্ষণ মামলা করেন। পরে টাকার বিনিময়ে সেই সব মামলা প্রত্যাহার করে নেন।


বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত বলেন, মামলাবাজ রওশন আরা অন্যের জমি নিজের দাবি করে বিভিন্ন সময়ে আদালতে নিজে বাদী হয়ে এবং সন্তানদের সাক্ষী করে মিথ্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার হয়রানি বাঁচতে টাকার বিনিময়ে প্রতিপক্ষকে আপস করতে বাধ্য করেন।

 
গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী তাছলিমা বেগম বলেন, পতিত স্বৈরাচারী সরকার দলের প্রভাব খাটিয়ে রওশন আরা মাদক ব্যবসা থেকে শুরু করে সবধরনের অসামাজিক কার্যকলাপ করতেন। মামলাবাজ ওই নারীর শাস্তি দাবি করে তিনি মিথ্যা মামলায় জড়ানো ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতি দিতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। 


অভিযুক্ত রওশন আরার কাছে মোবাইল ফোনে এসব বিষয়ে জানতে চাইলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন।

শিহাব

×