ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

পদ্মার কাতলে চমক! দুই মাছের দাম ৮২ হাজার টাকা

নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী

প্রকাশিত: ১৬:০৯, ৩ মে ২০২৫

পদ্মার কাতলে চমক! দুই মাছের দাম ৮২ হাজার টাকা

ছবি: দৈনিক জনকন্ঠ

রাজবাড়ী গোয়াল‌ন্দের দৌলত‌দিয়ার পদ্মা নদী‌তে পৃথক দুই জে‌লের জা‌লে ধরা প‌ড়েছে ২৮ ও সা‌ড়ে ১৯ কেজি ওজ‌নের বড় আকৃ‌তির দুইটি কাতল মাছ।

শ‌নিবার (৩ মে) ভো‌রে পদ্মা নদীর মোহনায় জামাল প্রামা‌মিক ও টক্কু হলদা‌রের জা‌লে মাছ দুইটি ধরা প‌রে। প‌ড়ে জে‌লে জামাল প্রামা‌নিক মাছ‌টি বিক্রির জন্য দৌলত‌দিয়ার ম‌মিন মন্ড‌লের আড়‌তে আন‌লে সেখা‌নে উন্মুক্ত নিলা‌মের মাধ্যমে ২৮ কে‌জির কাতল‌টি ১ হাজার ৮শ টাকা কে‌জি দ‌রে মোট ৫০ হাজার ৪শ টাকায় দৌলত‌দিয়া ৫ নম্বর ঘাট এলাকার চাঁদনী এন্ড আরিফা মৎস্য আড়‌তের মা‌লিক মোঃ চান্দু মোল্লা কি‌নে নেয়।

অন্যদি‌কে সা‌ড়ে ১৯ কে‌জি ওজ‌নের কাত‌ল‌টি জে‌লে টক্কু হলদার রেজাউল মন্ড‌লের আড়‌তে বি‌ক্রি কর‌তে আন‌লে সে‌টিও চাঁদনী এন্ড আরিফা মৎস্য আড়তের মা‌লিক মোঃ চান্দু মোল্লা ১ হাজার ৬৫০ টাকা কে‌জি দ‌রে ৩২ হাজার ১শ টাকায় কি‌নে নেয়।

জানা‌গে‌ছে, ভোর রা‌তে জামাল প্রা‌মা‌নিক ও টক্বু হলদার তার সহযোগী জে‌লে‌দের নি‌য়ে ভো‌রে পৃথক পৃথক ভা‌বে পদ্মা নদী‌র মোহনায় মাছ ধর‌তে না‌মে। সকা‌লে জাল তুল‌তেই জামাল প্রামা‌নি‌কের জা‌লে আটকা প‌ড়ে ২৮ কে‌জি ও টক্কু হলদা‌রের জা‌লে আটকা পড়ে সা‌ড়ে ১৯ কে‌জির কাতল মাছ দৃইটি।

মাছ ব্যবসায়ী মোঃ চান্দু মোল্লা জানান, সকা‌লে উন্মুক্ত নিলা‌মে ২৮ ও সা‌ড়ে ১৬ কেজি ওজ‌নের দুইটি বড় কাতল মাছ ‌মোট ৮২ হাজার ৫শ টাকায় কি‌নে‌ছেন। এখন মাছ দুইটি বি‌ক্রির জন্য মু‌ঠো‌ফো‌নে দে‌শের বি‌ভিন্নস্থা‌নে যোগা‌যোগ কর‌ছেন। কে‌জি‌তে ১শ টাকা লা‌ভে বি‌ক্রি ক‌রে দে‌বেন। আশা কর‌ছেন দুপু‌রের মধ্যে মাছ দু‌টি বিক্রি হ‌য়ে যা‌বে। পদ্মা নদী‌তে এখন প্রায় বড় বড় কাতল, পাঙাস, বাঘাইড়, রুই সহ বি‌ভিন্ন প্রজা‌তির মাছ ধরা পড়‌ছে।

শহিদুল ইসলাম/মিরাজ খান

×