
ছবি: জনকণ্ঠ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় আদিবাসী পরিষদ। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আয়োজনে শনিবার সকাল ১১টায় শহরের স্বাধীনতা চত্বর এলাকায় কয়েকটি দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কমিটির সভাপতি বিচিত্রা তির্কীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নরেন পাহানের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ফিলিমন বাস্কে, যুগ্ম সাধারণ সম্পাদক বিমল খালকো, সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, স্বেচ্ছাসেবক সম্পাদক হেমন্ত পাহান, নাটোর জেলা কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট বাকী বিল্লাহ রশিদী, দপ্তর সম্পাদক নকুল পাহান, নারী বিষয়ক সম্পাদক বিচিত্রা তির্কী, নাটোর জেলা শাখার সভাপতি রঘুনাথ এক্কা, সাধারণ সম্পাদক প্রতাপ সিংহ, আদিবাসী নেতা মাধাই মুন্ডা, আদিবাসী ছাত্র পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি আঁখি পাহান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সংগঠনটি আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের জন্য আন্দোলন করে আসছে। প্রতিটি নির্বাচিত সরকার আদিবাসীদের দাবির মুখে মিথ্যা আশাস দিয়ে এসেছে। বর্তমান সরকারের সংশ্লিষ্টরা আদিবাসীদের সাথে বসে আলোচনা করার প্রয়োজন মনে করছেন না যা হতাশাজনক। দ্রুত সময়ের মধ্যে আদিবাসীদের আত্মপরিচয় নিশ্চিত করা সহ সকল যৌক্তিক দাবি মেনে নেওয়ার দাবি জানান বক্তারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
রবিউল