
ছবি: জনকণ্ঠ
চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলায় এক ঘণ্টা মুষলধারে বৃষ্টি ও শিলাবৃষ্টিতে ২৪৮ হেক্টর জমির ধান ও আম নষ্ট হয়েছে। যার মধ্যে ৭৩ হেক্টর জমির আম ও ১৭৫ হেক্টর জমির ধান নষ্ট হয়েছে।
শনিবার (৩ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক ড. ইয়াছিন আলী। এর আগে বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গোমস্তাপুর ও নাচোল উপজেলার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টিতে এসব ক্ষতি হয়েছে। এতে বেশি ক্ষতি হয়েছে গোমস্তাপুর উপজেলার কৃষকদের। এ শিলাবৃষ্টিতে আম ও ধানের ক্ষয়ক্ষতির পরিমাণ শতকরা ১০ শতাংশ বলে জানিয়েছেন কৃষি বিভাগ।
গোমস্তাপুর উপজেলার ধান চাষি রফিকুল ইসলাম বলেন, আমার চলতি বছরে ৫ বিঘা জমিতে বোরো ধান লাগিয়েছিলাম। কিন্তু বৃহস্পতিবারের সন্ধ্যার ঝড়ো হাওয়া ও বৃষ্টির সঙ্গে শিলা বৃষ্টি হয়। এই শিলা বৃষ্টিতে আমার জমির অর্ধেক ধান মাটিতে ঝড়ে পড়েছে। এমনি ধানের সবগুলো গাছ মাটিতে নুয়ে পড়েছে।
নাচোল উপজেলার আম চাষি বাতেন আলী বলেন, আমার বাগানে ৩০ শতাংশ আম নষ্ট হবে এমন আশঙ্কা করছি। আর শিলাবৃষ্টির ফলে শত শত মণ আম পড়ে গেছে। তা নিয়ে দুশ্চিন্তায় আছি।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক ড. ইয়াছিন আলী জানান, সদরে ৪৫ মিলিমিটার, নাচোলে ৩৮ মিলিমিটার ও গোমস্তাপুরে ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে নাচোল ও গোমস্তাপুর উপজেলায় শিলা বৃষ্টি হয়েছে। এ শিলা বৃষ্টিতে জেলার ১৭৫ হেক্টর ধানের, ৭৩ হেক্টর আমের ক্ষয়ক্ষতির পাশাপাশি কিছু সবজির আবাদ নষ্ট হয়েছে। প্রাথমিক একটি রিপোর্ট তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
জাহিদ/রবিউল