ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

উত্তরায় স্বামী-স্ত্রীর ওপর হামলা, আটক ২

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০১:৩০, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

উত্তরায় স্বামী-স্ত্রীর ওপর হামলা, আটক ২

ছবিঃ সংগৃহীত

সোমবার (১৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে এ হামলার ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি প্রাইভেট কার থেকে দুই যুবক রামদা হাতে নেমে এক পথচারী যুবককে এলোপাতাড়ি কোপাতে থাকে। তখন ওই যুবকের স্ত্রী সামনে এগিয়ে এসে তাকে বাঁচানোর চেষ্টা করেন। এ সময় হামলাকারীরা সরে পড়ে।

ঘটনার পরপরই আশপাশের লোকজন এগিয়ে এসে হামলাকারীদের ধরে ফেলে এবং গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

উত্তরা পশ্চিম থানা সূত্র জানিয়েছে, হামলার ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জাফরান

×