
নকুল কুমার বিশ্বাস
প্রখ্যাত সংগীত শিল্পী নকুল কুমার বিশ্বাস দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসন থেকে কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত প্রার্থী হয়ে নির্বাচনী মাঠে নেমেছেন। নকুল কুমার বিশ্বাস জানিয়েছেন, তার পূর্বপুরুষ উজিরপুরের সাতলা ইউনিয়নের পটিবাড়ি গ্রামের বাসিন্দা ছিলেন। এখান থেকে মাদারীপুর গিয়ে তারা বাড়ি করেছেন। তাই পূর্বপুরুষের এলাকা বরিশাল-২ আসন থেকে তিনি কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকে নির্বাচন করছেন। তিনি বলেন, আমার তো এখানে কিছুই নেই। তাই বামরাইল ইউনিয়নের মুলপাইন গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক নির্মলেন্দু সিকদার আমাকে ২১ শতক জমি দান করেছেন। সেই জমিতে আমি ভবন নির্মাণের কাজ শুরু করেছি। গত ১০ ডিসেম্বর কাজের উদ্বোধন করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।
ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা নকুল কুমার বিশ্বাস বিএ পাস। এর আগে কখনো তিনি নির্বাচনে অংশগ্রহণ করেননি। রিটার্নিং কর্মকর্তার কাছে তার দেওয়া হলফনামায় উল্লেখ করা হয়েছে, সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার তার প্রধান পেশা। এই পেশায় বছরে তার ১০ লাখ ৯১ হাজার ৩০৭ টাকা আয় হয়। স্থাবর ও অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে নগদ ২০ হাজার টাকা, ব্যাংকে জমা এক লাখ ১৮ হাজার ৮০২ টাকা, ১০ ভরি স্বর্ণ।
একটি টেলিভিশন, একটি ফ্রিজ, চারটি ফ্যান, দুটি খাট, এক সেট সোফা, একটি ডাইনিং টেবিল। তার নিজ নামে দেড় একর কৃষি ও ১২ শতক অকৃষি জমি রয়েছে। এ ছাড়া একটি দ্বিতল বিল্ডিং, একটি টিনের ঘর রয়েছে। তার একটি ফ্ল্যাট রয়েছে যার মূল্য ১০ লাখ টাকা। একটি মৎস্য খামার রয়েছে ৫০ লাখ টাকা সমমূল্যের। আর ঘটকের চর কৃষি ব্যাংকে তার পাঁচ লাখ টাকার ঋণ রয়েছে।