
মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য
টঙ্গী থেকে মোটরসাইকেল চুরি করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্যকে ৩ মোটরসাইকেলসহ গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, রাশেদুল ইসলাম রনি (২৩), রকিবুল ইসলাম রকিব (২৮), হাসিবুল ইসলাম শামীম (২৭), সাকিল (২৩) ও জুয়েল উদ্দিন (২৫)।
টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম রবিবার টঙ্গী থানা কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, টঙ্গীর মরকুন এলাকায় চোরাই মোটরসাইকেল বেচাকেনার খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে রাশেদুল ইসলাম রনিকে প্রথমে গ্রেফতার করে।
রাশেদকে জিজ্ঞাসাবাদ শেষে তার দেয়া তথ্যে অন্যদের গ্রেপ্তর করা হয়। গাজীপুর টঙ্গীর বিভিন্ন স্থানে থেকে মোটরসাইকেল চুরি করে এই আন্তঃজেলা চোর চক্রটি দেশের বিভিন্ন জেলায় মোটরসাইকেল বিক্রি করে আসছিল বলে ওসি আশরাফুল ইসলাম বলেন।
এমএস