
সাত দিন কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
হবিগঞ্জ জেলার চুনারুঘাটের মুড়ারবন্দ এলাকায় মাদক সেবনের অভিযোগে তিন জনকে সাত দিন কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জয়নাল আবেদিন (৪০), আব্দুল হান্নান(২৫), আমীর আলী (৩০)।
এর আগে দুপুরে মুড়ারবন্দ এলাকায় হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই রফিকুল ইসলাম ও এসআই রবি উল্লাহ এবং চুনারুঘাট থানার এসআই লিটন রায়সহ একদল পুলিশ অভিযান পরিচালনা করেন ।
অভিযানে গাঁজাসহ ওই তিন জনকে আটক করা হয়। এসব তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক।
এসআর