ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নোয়াখালীতে রেকর্ড বৃষ্টিতে চরম দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

প্রকাশিত: ০০:০২, ৪ অক্টোবর ২০২২

নোয়াখালীতে রেকর্ড বৃষ্টিতে চরম দুর্ভোগ

রাতভর বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে শহর। দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের

রাতভর বৃষ্টিতে নোয়াখালী শহরের অধিকাংশ নিচু এলাকা তলিয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় জেলার মধ্যে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড করা হয়েছে শহরের মাইজদী এলাকায়। এদিকে শহরের অধিকাংশ পৌর এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন শহরের বাসিন্দারা।

এ পরিস্থিতির জন্য শহরে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, ফোর লেন কাজের স্থবিরতাকে দায়ী করেছেন সাধারণ মানুষ। তবে পৌরসভা কর্তৃপক্ষ বলছে, জরুরী ভিত্তিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে। আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, রবিবার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত  ১৭২ মিলি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

×