ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মির্জাপুরে ইঞ্জিনসহ তেলবাহী ট্রেন লাইনচ্যুত

প্রকাশিত: ২১:২১, ২০ জুন ২০২২

মির্জাপুরে ইঞ্জিনসহ তেলবাহী ট্রেন লাইনচ্যুত

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, টাঙ্গাইল॥ বঙ্গবন্ধু সেতু রেলসংযোগ সড়কে রেল বিভাগের জ্বালানী তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মির্জাপুর উপজেলা সদরের মির্জাপুর রেল স্টেশন সংলগ্ন স্থানে এই তেলবাহী ট্রেনটি ইঞ্জিনসহ দুইটি কনটেইনার লাইনচ্যুত হয়।এতে ট্রেনটির চালক আহত হন। আহত চালকের নাম এবং কোন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তা জানা যায়নি। এদিকে রেল বিভাগের তেলবাহী ট্রেনটি লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। তেলবাহী ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতগামী এক্সপ্রেস ট্রেনটিকে মহেড়া রেলস্টেশনে এসে বিলম্ব করতে হয়। মেইন লাইন সচল থাকায় ঢাকার সাথে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে বলে মির্জাপুর স্টেশন মাস্টার কামরুল ইসলাম জানিয়েছেন। মির্জাপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত রেলের তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম ডিপো থেকে জয়দেবপুর হয়ে রংপুর রেলস্টেশনে যাচ্ছিল। সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মির্জাপুর রেলস্টেশনের পশ্চিম পাশে এসে তেলবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ইঞ্জিনসহ দুইটি কনটেইনার লাইনের পাশে পড়ে যায়। তেলবাহী ট্রেনটিকে লোপ লাইনে দাঁড় করিয়ে পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতগামী এক্সপ্রেস ট্রেনটি ক্রস করার কথা ছিল। কিন্তু তেলবাহী ট্রেনটি লোপ লাইনে ঢুকার পর ব্রেকসিস্টেমে কাজ না করায় ইঞ্জিনসহ দুইটি কনটেইনার লাইনচ্যুত হয় বলে স্টেশন মাস্টার কামরুল ইসলাম জানিয়েছেন।
×