ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত- ৩০

প্রকাশিত: ১৩:১১, ২২ সেপ্টেম্বর ২০২১

বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত- ৩০

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে এক নারীসহ পাঁচ জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত শরণখোলা, মোড়লগঞ্জ ও রামপাল উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডে বিজয়ী ও পরাজিত ইউপি সদস্যের কর্মী-সমর্থকদের মধ্যে এই সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্টান ভাংচুর করা হয়েছে একাধিক স্থানে। শরণখোলা থানার ওসি সাইদুর রহমান জানান, নির্বাচন পরবর্তী সাউথখালী ইউনিয়নের কয়েকটি এলাকা একটু ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় সেখানে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

আরো পড়ুন  

×