ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

স্কুলে টেপ মোড়ানো বস্তুটি ‘বোমা নয়’ ॥ র‌্যাব

প্রকাশিত: ২২:২৫, ২৬ এপ্রিল ২০১৭

স্কুলে টেপ মোড়ানো বস্তুটি ‘বোমা নয়’ ॥ র‌্যাব

অনলাইন রিপোর্টার ॥ গতকাল মঙ্গলবার সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকার স্কলার্স হোম স্কুলে পাওয়া টেপ মোড়ানো তার লাগানো বস্তুটি বোমা নয় বলে জানিয়েছে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল। র‌্যাবের এই দলটি আজ বুধবার ঢাকা থেকে সিলেট এসে বস্তুটি পরীক্ষা করার পর বিষয়টি নিশ্চিত করেছে । স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, ‘আতঙ্ক ছড়ানোর জন্যই’ বস্তুটি সেখানে রাখা হয়েছিল। এ ঘটনায় স্কুলের দশম শ্রেণীর এক ছাত্রকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ওই স্কুল ভবনের সিঁড়ির নিচে টেপ মোড়ানো বস্তুটি পাওয়ার পর আতঙ্ক তৈরি হয়। প্রাথমিক পরীক্ষার পর র্যা ব-৯ এর উপ-অধিনায়ক মেজর জামসেদুর রহমান মঙ্গলবার বলেছিলেন, বোমা সদৃশ বস্তুটির ‘সার্কিটগুলো কাজ করছে’। আরও নিশ্চিত হওয়ার জন্য ঢাকা থেকে র্যা বের বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়েছে। বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা মঙ্গলবার রাতে সিলেটে পৌঁছানোর পর বুধবার সকাল ৯টা থেকে কাজ শুরু করেন। সকাল ১১টার দিকে তারা স্কুল কর্তৃপক্ষকে জানান সেটি বোমা নয়।

আরো পড়ুন  

×