ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ জানুয়ারি

প্রকাশিত: ০০:২৬, ২৭ ডিসেম্বর ২০১৬

বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ জানুয়ারি

বাকৃবি সংবাদাদতা ॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ক্লাস আগামী ৩ জানুয়ারি মঙ্গলবার থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের কেন্দ্রীয় পরিচিতিমূলক অনুষ্ঠান (ওরিয়েন্টেশন) ১লা জানুয়ারি সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ২ জানুয়ারি শিক্ষার্থীদের আবাসিক হলগুলোতে পৃথক পৃথক ওরিয়েন্টেশনের আয়োজন করা হবে। অনুষদ ভিত্তিক পরিচিতিমূলক অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করবেন অনুষদীয় ডিন ।
×