ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

Google ads
Google ads
waltonbd
waltonbd
Sopno
Sopno
৪২০ টাকা মূল্যের ওমানি মুদ্রা লাখে বিক্রি, ৪ প্রতারক গ্রেপ্তার 

৪২০ টাকা মূল্যের ওমানি মুদ্রা লাখে বিক্রি, ৪ প্রতারক গ্রেপ্তার 

ছাত্র ও চালক সেজে ঘটনার রহস্য উদ্ঘাটন  গত ৫ তারিখ দুপুর বেলা। ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন দেলোয়ার হোসেন। ওয়ারীর আরকে মিশন রোডের আনসার ক্যাম্পের সামনে পৌঁছাতেই পাশে সিএনজি নিয়ে দাঁড়ায় এক চালক এবং দেলোয়ার হোসেনকে ওমানের একটি মুদ্রা দেখিয়ে বলে, তাকে এক বিদেশি যাত্রী টাকাগুলো দিয়েছেন। দেলোয়ার সরল বিশ্বাসে ওমানের মুদ্রা হাতে নিয়ে দেখছিলেন। এসময় চক্রের আরেকজন পাশ থেকে সিএনজি চালকের কাছ থেকে ৪০ হাজার টাকা দিয়ে ২টি নোট কিনে ব্যাংক যায়। ব্যাংক থেকে এসে চালক ও দেলোয়ারকে জানায়, তিনি একেকটি নোট ২৬ হাজার টাকা করে ভাঙ্গিয়েছেন। এসময় দেলোয়ারকে প্রস্তাব দিলে তিনিও লোভে পড়ে সঙ্গে থাকা ১ লাখ ১৮ হাজার টাকা দিয়ে কয়েকটি ওমানের নোট কিনে নেন। এরপর তিনি ব্যাংকে নিয়ে ভাঙ্গাতে গেলে  জানতে পারেন, ওই মুদ্রার বাংলাদেশি মূল্য মাত্র ৩০ টাকা। 

SomajVabna
হার্ডিঞ্জ ব্রিজ এলাকায়  বালু উত্তোলন  বন্ধ হচ্ছে না

হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় বালু উত্তোলন বন্ধ হচ্ছে না

দেশের রেল যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার মাধ্যমে বর্তমান সরকারের বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ার আশঙ্কা থাকা সত্ত্বেও কেবলমাত্র নিজেদের স্বার্থে পাকশী হার্ডিঞ্জ সেতুর ঝুঁকিপূর্ণ এলাকায় বালু উত্তোলন ও বিক্রি করা বন্ধ হচ্ছে না। পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের একাধিক নেতার সহযোগিতায় এই বালু উত্তোলন চলছে। এ অবস্থায় পশ্চিমাঞ্চল রেলসহ রেলের পাকশী বিভাগের সেতু ও প্রকৌশলী বিভাগসহ সকল বিভাগের শঙ্কিত দায়িত্বশীল কর্মকর্তারা হার্ডিঞ্জ সেতু রক্ষার মাধ্যমে দেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে সম্ভাব্য ঝুঁকি থেকে রক্ষার জন্য সরকারের উচ্চ পর্যায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। পশ্চিমাঞ্চল রেলওয়ে, রেলওয়ে পাকশী বিভাগীয় অফিস, রেলওয়ে সেতু বিভাগ ও কেপিআই সার্ভে টিমের দায়িত্বশীল সূত্রের দেওয়া অভিযোগে এসব তথ্য জানা গেছে।

IFIC
IFIC
ইতিহাস গড়ে ফাইনালে লেভারকুসেন

ইতিহাস গড়ে ফাইনালে লেভারকুসেন

অবিশ্বাস্য একটা মৌসুম অতিবাহিত করা বেয়ার লেভারকুসেন আরও একটি স্বর্ণসাফল্যের দ্বারপ্রান্তে। নিজেদের ক্লাব প্রতিষ্ঠার ১২০ বছরের ইতিহাসে গত এপ্রিল মাসে জার্মান বুন্দেসলিগার শিরোপা জিতেছে দলটি। সাফল্যের এ ধারাবাহিকতা উয়েফা ইউরোপা লিগেও ধরে রেখেছে কোচ জাবি অ্যালানসোর দল। এবার ইউরোপের দ্বিতীয় সেরা আসরের ফাইনালে নাম লিখিয়েছে লেভারকুসেন।  বৃহস্পতিবার রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে ইতালিয়ান ক্লাব এ এস রোমার সঙ্গে ২-২ গোলে ড্র করে এ কৃতিত্ব দেখিয়েছে জার্মান ক্লাবটি। ঘরের মাঠ লেভারকুসেনের বে অ্যারানায় হারতে হারতে ম্যাচটি ড্র করেছে স্বাগতিকরা। যে কারণে ইতিহাস গড়ে ফাইনালে উঠেছে তারা। নিজ মাঠে ড্র করলেও গত ২ মে রোমে সেমিফাইনালের প্রথম লেগে রোমাকে ২-০ গোলে হারিয়েছিল লেভারকুসেন। ফলে দুই লেগ মিলিয়ে ৪-২ গোলের জয়ে ফাইনালের টিকিট কেটেছে বিস্ময় জাগানো দলটি। শিরোপা লড়াইয়ে লেভারকুসেনের প্রতিপক্ষ আরেক ইতালিয়ান ক্লাব আটালান্টা। সেমির ফিরতি লেগে ফরাসি ক্লাব অলিম্পিক মার্শেইকে ৩-০ গোলে হারিয়েছে তারা। এর আগে দুদলের প্রথম লেগের দ্বৈরথ ১-১ গোলে ড্র হয়েছিল। যে কারণে দুই লেগ মিলিয়ে আটালান্টার জয় ৪-১ গোলে। ফাইনাল হবে আগামী ২২ মে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে।  অবিশ্বাস্য ছুটে চলায় আরও একবার শেষ সময়ে গোল করে অপ্রতিরোধ্য অপরাজেয় পথচলা অব্যাহত রেখে রেকর্ড গড়ার পাশাপাশি ইউরোপা লিগের ফাইনালে উঠেছে লেভারকুসেন। কয়েকবার এরকম হলে বিস্মিত হতে হয়। কিন্তু ম্যাচের পর ম্যাচ, দিনের পর দিন বারবার যখন হতে থাকে তখন কি বলবেন! লেভারকুসেন যা করে চলেছে, বিস্ময়ের নতুন ঠিকানা তাতে মিলছে আর খুঁজতে হচ্ছে নতুন সব বিশেষণ। এ ম্যাচেও আরেকবার সেটা দেখিয়েছে জার্মান ক্লাবটি। নাটকীয় ড্রয়ের পর ৫৯ বছর পুরনো রেকর্ড নতুন করে লিখেছে তারা। অবিশ্বাস্য মৌসুমের শেষ প্রান্তে চলে আসা লেভারকুসেন অপরাজিত আছে টানা ৪৯ ম্যাচ। তারা টপকে গেছে ১৯৬৩-১৯৬৫ সময়ে পর্তুগালের ক্লাব বেনফিকার ৪৮ ম্যাচ অপরাজিত থাকার ইউরোপিয়ান রেকর্ড। লেভারকুসেনের অপরাজেয় পথচলা শেষ হওয়ার বাকি ছিল মাত্র কয়েক সেকেন্ড। আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রে প্যারাডেসের  দুটি পেনাল্টি গোলে এগিয়ে যাওয়ার পর প্রথম লেগের ব্যবধান ঘুচিয়ে দেয়ার স্বপ্ন দেখছিল রোমা। ৮১ মিনিট পর্যন্ত ইতালিয়ান দলটি এগিয়ে ছিল ২-০ গোলে। এরপরই রোমার ডিফেন্ডার জানলুকা ম্যানচিনির আত্মঘাতী গোলে লেভারকুসেনকে সুযোগ করে দেয় ম্যাচে ফেরার। নির্ধারিত ৯০ মিনিট শেষেও অবশ্য ব্যবধান ছিল ২-১। যোগ করা হয় আরও সাত মিনিট। সেটির সপ্তম মিনিটে ইয়োসিপ স্টানিসিচ গোল করে উল্লাসে ভাসান ঘরের মাঠের দর্শকদের। বায়ার্ন মিউনিখ থেকে ধারে আসা ডিফেন্ডারের গোলে অপরাজেয় পথচলা ধরে রাখে লেভারকুসেন। চলতি মৌসুমে কতবার এভাবে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছে দলটি, কতবার শেষ সময়ের গোলে জিতেছে বা পরাজয় এড়িয়েছে সেই হিসাব রাখাও কঠিন। লেভারকুসেন এখন এটাকে যেন নিয়ম বানিয়ে ফেলেছে। তার পরও ম্যাচ শেষে ঠিক বিশ্বাস করতে পারছিলেন না দলটির অধিনায়ক গ্রানিট জাকা। তিনি বলেন, এ ধরনের আবহের স্বপ্ন দেখে থাকে সবাই। এ ধরনের ম্যাচের স্বপ্ন দেখে থাকে। ছেলেবেলায়, স্বপ্ন দেখার দিনগুলোতে এসব ম্যাচের কথাই সবাই ভাবে। খেলা শেষের সামান্য আগে সমতা ফেরানো এবং এরপর ফাইনালে যাওয়া এটা অবিশ্বাস্য। 

‘অঞ্জন দত্ত মেট্রোপলিস ভলিউম-২.০’ আজ

‘অঞ্জন দত্ত মেট্রোপলিস ভলিউম-২.০’ আজ

আশির দশকের শুরুর দিকে বিনোদন জগতে আত্মপ্রকাশ করেন ভারতীয় শিল্পী অঞ্জন দত্ত। অনেক সিনেমায় তিনি অভিনয় করেছেন। নির্মাতা হিসেবেও মুগ্ধ করেছেন দর্শককে। আর সংগীতশিল্পী হিসেবেও তিনি এপার-ওপার দুই বাংলায় সমান জনপ্রিয়।  ‘অঞ্জন দত্ত মেট্রোপলিস ভলিউম-২.০’ নামে একটি কনসার্ট হবে ঢাকার এরিনা, পূর্বাচল, ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে আজ শনিবার সন্ধ্যায়। এতে অঞ্জন দত্তের সঙ্গে আরও গান গাইবে ব্যান্ড কাকতাল ও আহমেদ হাসান সানি। এ কনসার্টের আয়োজন করেছে অ্যাসেন, জিকুনিয়ামি এবং আর্কলাইট ইভেন্টস। এর পৃষ্ঠপোষকতায় টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। ইয়ুথ এঙ্গেজমেন্ট ও আউটরিচ পার্টনার হিসেবে কনসার্টের সঙ্গে আছে জুনিয়র চেম্বারস ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এর রেগুলার ও ভিআইপি টিকিট সরবরাহ করছে গেট সেট রক। এ বিষয়ে অ্যাসেনের ফাউন্ডার ও সিইও আনন্দ চৌধুরী বলেন, দর্শকদের জন্য স্মরণীয় একটি সন্ধ্যা উপহার দিতে এ কনসার্টের আয়োজন করা হয়েছে। আশা করছি চমৎকার একটি অনুষ্ঠান উপভোগ করবেন ঢাকার শ্রোতা।

জোট বাঁধছে ইরান-উ. কোরিয়া

জোট বাঁধছে ইরান-উ. কোরিয়া

চীন ও রাশিয়ার মতো পরাশক্তির বাইরে বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পরমাণু শক্তিধর দেশ উত্তর কোরিয়া ও মধ্যপ্রাচ্যের সম্ভাব্য পরমাণু শক্তিধর দেশ ইরান। চলমান ভূরাজনৈতিক পরিস্তিতিতে তেহরান ও পিয়ংইয়ং উভয়ই যুক্তরাষ্ট্রবিরোধী নীতি নিয়ে চলছে। এমন পরিস্থিতিতে দুই দেশের জোট নিয়ে বেশ শঙ্কিত ন্যাটো। শুধু তাই নয় এ দুই দেশের পরমাণু কৌশল নিয়েও বিস্তর আলোচনা চলছে পশ্চিমা দেশগুলোর মধ্যে। খবর ডয়েচে ভেলের। খবর ইরনার। বিশ্ব রাজনীতিতে মার্কিন প্রভাব মোকাবিলায় নিজেদের মধ্যে পরমাণু ও ড্রোনবিষয়ক তথ্য বিনিময় করতে পারে ইরান ও উত্তর কোরিয়া। পাশাপাশি বিশ্ব রাজনীতিতে নিজেকে প্রাসঙ্গিক করে তুলতে রাশিয়া ও চীনের বাইরে নতুন মিত্র খুঁজছে উত্তর কোরিয়া। ফলে মধ্যপ্রাচ্যের প্রবল মার্কিনবিরোধী দেশ ইরানের ওপর আস্থা রাখতে চাইছেন কিম জং উন। সিওলে ইউনিভার্সিটি অব নর্থ কোরিয়া স্টাডিসের অধ্যাপক কিম সুং কিয়ুং জানান, উত্তর কোরিয়া মনে করছে, যুক্তরাষ্ট্রের বিরোধিতা ও ইরানের পাশে দাঁড়ানোর একটা ভালো সুযোগ তাদের সামনে এসেছে। পাশাপাশি তেহরানের কাছে অস্ত্র ও সামরিক প্রযুক্তি বিক্রি করার একটা সুযোগও পাওয়া গেছে বলে মনে করছে পিয়ংইয়ং। দুই দেশের ওপরই পশ্চিমা নিষেধাজ্ঞা রয়েছে, যার মধ্যেই কিছুটা আর্থিক সুবিধা পেতে চাইছে উত্তর কোরিয়া।  গত এপ্রিলে ইরানে একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য ও আর্থিক প্রতিনিধি দল পাঠিয়েছিল উত্তর কোরিয়া। এর আগে ২০১৯ সালে একই ধরনের প্রতিনিধি দল পাঠায় পিয়ংইয়ং। এসব সফরে দুই দেশের মধ্যে কোনো সমঝোতা হয়েছে কিনা, তা নিয়ে দুই দেশই মুখ বন্ধ রেখেছে। তবে সামরিক প্রযুক্তি, পরমাণু অস্ত্র ও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে কথা হয়েছে বলে জল্পনা চলছে। ট্রয় বিশ্ববিদ্যালয়ের সিওল ক্যাম্পাসের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ড্যানিয়েল পিংকস্টন জানান, তেহরান ও পিয়ংইয়ংয়ের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক আছে। এদের মধ্যে একটি ধর্মতান্ত্রিক ইসলামিক দেশ এবং অপরটি এক নেতা-ভিত্তিক কমিউনিস্ট দেশ হলেও দুই জায়গাতেই কর্তৃত্ববাদী শাসন রয়েছে। দুই দেশই যুক্তরাষ্ট্রবিরোধী। 

ফের টানা পতনে শেয়ারবাজার

ফের টানা পতনে শেয়ারবাজার

টানা পতন থেকে বেরিয়ে আসার আভাস দিয়ে দেশের শেয়ারবাজারে আবার টানা দরপতন শুরু হয়েছে। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দরপতনের মাধ্যমে টানা তিন কার্যদিবস দরপতন হলো। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি কমেছে সবকটি মূল্যসূচক। বেড়েছে ডিএসইতে লেনদেনের পরিমাণ। এ টানা দরপতনের আগে শেয়ারবাজারে টানা চার কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতার দেখা মিলে। ফলে শেয়ারবাজার পতনের বৃত্ত থেকে বেরিয়ে আসছে এমন ধারণা করতে থাকেন বিনিয়োগকারীরা। কিন্তু বিনিয়োগকারীদের হতাশ করে ফের টানা দরপতন শুরু হয়েছে।