ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

নীলফামারীর তিন উপজেলা

প্রতীক নিয়ে প্রচারে প্রার্থীরা

স্টাফ রিপোর্টার, নীলফামারী

প্রকাশিত: ২০:৫৭, ১০ মে ২০২৪

প্রতীক নিয়ে প্রচারে প্রার্থীরা

উপজেলা নির্বাচনে প্রতীক পেয়েই জলঢাকায় শোডাউন

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ২১ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে জলঢাকা, কিশোরীগঞ্জ ও সৈয়দপুরে। এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ পেয়ে কর্মী ও সমর্থকদের নিয়ে মাঠে নেমে পড়েছেন। ফলে এলাকার হাটবাজার পথঘাটে ভোটের হাওয়ায় সরগরম হয়ে উঠেছে। তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জনসহ ৪১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জলঢাকা উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ১১ জন। এরমধ্যে  চেয়ারম্যান পদে ৪ জন হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল ওয়াহেদ বাহাদুর (চিংড়ি মাছ), জাসদ ইনুর উপজেলা সভাপতি গোলাম পাশা এলিচ (মোটরসাইকেল), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ শামীম (আনারস) ও উপজেলার সাবেক সভাপতি আনছার আলী মিন্টু (ঘোড়া)। 
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রতিদ্বন্দ্বী হলেন মনোয়ারা বেগম (ফুটবল), মাছুমা কিবরিয়া সিমা (হাঁস), রাহেলা বেগম (প্রজাপতি) ও অনিতা রাণী (কলস)। ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রতিদ্বন্দ্বী হলেন শাহীনুল ইসলাম (টিউবওয়েল), মনোয়ার হোসেন (চশমা) ও নুর আলম (তালা)।
কিশোরীগঞ্জ উপজেলায় মোট ১৯ জন প্রার্থী রয়েছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৭ জন হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহ্ মো. আবুল কালাম বারী (আনারস), উপজেলা জাতীয় পার্টির সভাপতি রশিদুল ইসলাম (ঘোড়া), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান (মোটরসাইকেল), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পতিরাম চন্দ্র রায় (চিংড়ি মাছ), জেলা যুবলীগের সাবেক আইনবিষয়ক স¤পাদক আমিরুল ইসলাম (কাপ-পিরিচ) উপজেলা কৃষক লীগের সহসভাপতি তাহসান (দোয়াত কলম) ও নির্দলীয় প্রার্থী বিপ্লব কুমার সরকার (হেলিকপ্টার)।  
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন হলেন পল্লবী রানী সরকার (প্রজাপতি), বিনা রানী (কলস), রোকসানা পারভিন (হাঁস), শিল্পী রানী (সেলাই মেশিন) ও স্বপ্না খাতুন (ফুটবল)।
 ভাইস চেয়ারম্যান পদে ৭ প্রার্থী হলেন বরকত-ই-খুদা (উড়োজাহাজ), মাহবুবর রহমান (টিউবওয়েল), মোজাহার হোসেন (টিয়াপাখি), মোজাহিদ ইসলাম সুরুজ (বই), যাদু মিয়া (তালা), সিদ্দিকুর রহমান (মাইক) ও যোগেন নাথ মহন্ত (চশমা)।
সৈয়দপুর উপজেলায় মোট প্রার্থী ১১ জন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৫ জন হলেন সৈয়দপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রিয়াদ আরফান সরকার (দোয়াত কলম), সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজমল হোসেন (আনারস), উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোস্তফা ফিরোজ (টেলিফোন), জাতীয় পার্টি পৌর শাখার আহ্বায়ক জয়নাল আবেদীন (মোটরসাইকেল) এবং জাতীয় ছাত্র সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ফয়সাল দিদার (ঘোড়া)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী হলেন সানজিদা বেগম লাকী (পদ্মফুল), মোস্তাফিজা হোসেন (প্রজাপতি) ও সুমিত্রা রানী (কলস)। ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী হলেন আনোয়ারুল ইসলাম (টিউবওয়েল), মহসীন (চশমা) ও শেখ আব্দুল্লাহ (তালা)।


চাটমোহরে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা
নিজস্ব সংবাদদাতা, চাটমোহর, পাবনা ॥ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের নির্বাচন চাটমোহর উপজেলায় ২১ মে ইভিএমে অনুষ্ঠিত হবে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই নির্বাচনী প্রচার জমে উঠছে।   
ইতোমধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোটের মাঠে নেমে পড়েছেন। বসে নেই তাদের কর্মী-সমর্থকরাও। পুরোদমে চলছে পোস্টার লাগানো, লিফলেট বিতরণ, মাইকিংসহ শোডাউন। প্রার্থীরা বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক, ভোটারদের কাছে ভোট প্রার্থনা করার পাশাপাশি ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এ নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসাই প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ বলে অনেকের অভিমত।  
নির্বাচনের আমেজ নেই, ভোটারদের কেন্দ্রে আনা বড় চ্যালেঞ্জ বলে জানালেন উপজেলার কয়েকজন ভোটার। তারা বলেন, নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ছাড়া অন্য কোনো দলের প্রার্থী না থাকায় উপজেলা নির্বাচন নিয়ে ভোটারদের তেমন কোনো আগ্রহ নেই।  
তা ছাড়া বিগত সংসদ নির্বাচনে নির্বাচন চলাকালীন ও নির্বাচন পরবর্তী কিছু সহিংসতার ঘটনাও ঘটেছে। তখন ভোটারদের মধ্যে ভীতির সৃষ্টি হয়। ওই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। এসব কারণে এবারের নির্বাচনে সাধারণ ভোটাররা ভোটকেন্দ্রে যেতে চরম অনীহা প্রকাশ করছেন। 
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে মোট নয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক মেয়র মির্জা রেজাউল করিম দুলাল (আনারস) এবং পাবনা জজ কোর্টের এজিপি অ্যাড. সাইদুল ইসলাম চৌধুরী (ঘোড়া)। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম (টিউবওয়েল), আসাদুজ্জামান পান্না (চশমা), ওবায়দুল ইসলাম মিঠু (উড়োজাহাজ) ও হুমায়ুন কবির (তালা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন (ফুটবল), সাবিনা ইয়াসমিন রানী (কলস) ও আরিফিন আকতার লিলি (হাঁস)। 

×