মাছে ভাতে বাঙালি। সেই মাছ যদি হয় ইলিশ
মাছে ভাতে বাঙালি। সেই মাছ যদি হয় ইলিশ। তাহলে তো কোনো কথা থাকে না। দাম নয়, ইলিশ মাছ কেনার মধ্যে আনন্দ উপভোগ করা যায়। মাছের রাজা ইলিশ কিনতে জেলা ও জেলার বাইরে থেকে ছুটে আসেন অনেক শৌখিন ক্রেতা। সোমবার সকালে দৌলতদিয়া পদ্মা নদীর পাড়ে অবস্থিত মাছ বাজার ঘুরে দেখা যায়, দুটি ইলিশ মাছ। ওজন ৩ কেজি ৫০০ গ্রাম।
মাছ দুটি সর্বোচ্চ বাজারদর ৪৫শ’ টাকা কেজি দরে ক্রয় করেন মো. চান্দু। একই বাজারে এক কেজি ওজনের ইলিশ মাছ ২হাজার থেকে ২৫শ’ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি এক কেজির নিচে অর্থাৎ ৫/৬শ’ গ্রাম ওজনের ইলিশ মাছ ১২শ’ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছ ব্যবসায়ী মো. চান্দু বলেন, দুটি ইলিশ মাছ ক্রয় করেছি প্রায় ১৪ হাজার টাকা দিয়ে। আমরা কিছু লাভ রেখে বিক্রি করে দেব।