ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ অক্টোবর ২০২৪, ১১ কার্তিক ১৪৩১

শূটার রবিউলও যাচ্ছেন অলিম্পিকে

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৪২, ২১ জুন ২০২৪

শূটার রবিউলও যাচ্ছেন অলিম্পিকে

রবিউল ইসলাম

আরচার সাগর ইসলামের পর প্যারিস অলিম্পিক নিশ্চিত হয়েছে শূটার রবিউল ইসলামেরও। কোটা টুর্নামেন্টে রৌপ্যপদক জিতে সাগর অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেন। অন্যদিকে ওয়াইল্ড কার্ডের মাধ্যমে যাচ্ছেন রবিউল। সোমবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) থেকে প্যারিস অলিম্পিকের জন্য রবিউলের টিকেট পাঠিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। 
মালয়েশিয়া থেকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শূটিং স্পোর্ট ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ। তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা রবিউল ও শায়রা আরেফিনের নাম পাঠিয়েছিলাম। সেখান থেকে কেবল রবিউল ইসলামকে ওয়াইল্ড কার্ড দিয়েছে আইওসি।’ গত জানুয়ারিতে জাকার্তায় অনুষ্ঠিত এশিয়া অলিম্পিক বাছাই শূটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে প্যারিস অলিম্পিকের কোটা পাওয়ার কাছাকাছি গিয়েও দুর্ভাগ্যজনকভাবে মাত্র ০.৩ স্কোরের জন্য কোটা পাননি রবিউল।

ফাইনাল রাউন্ডে ওঠার লড়াইয়ে রবিউল করেন ৬২৮ স্কোর। এই ইভেন্টে সর্বশেষ প্রতিযোগী হিসেবে ইন্দোনেশিয়ার ফাথুর গুস্তাফিয়ান নিশ্চিত করেন অলিম্পিকের কোটা প্লেস। ফাথুর স্কোর ছিল ৬২৮.৩। তবে তখন কোটা প্লেস অর্জন করতে না পারলেও তাকে হতাশ করেনি আইওসি।

×