ইমরানুরের
এশিয়ান গেমস ইতিহাসে অতীতে হিট থেকে পরের ধাপে যাওয়ার রেকর্ড অনেক আছে বাংলাদেশের। কিন্তু কখনোই সেমিফাইনালের গণ্ডি পার হতে পারেননি কেউই। এবার অবশ্য সেই স্বপ্ন দেখাচ্ছিলেন যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশী অ্যাথলেট ইমরানুর রহমান। কিন্তু না! এবারও পারলেন না ইমরানুর। ফাইনালে যাওয়ার লড়াইয়ে পেরে ওঠেননি তিনি। ১০ দশমিক ৪২ সেকেন্ড সময় নিয়ে প্রথম সেমিফাইনালে ষষ্ঠ স্থানে থেকেই দৌড় শেষ করেন ইমরানুর। শনিবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে চীনের হ্যাংজুতে হওয়া এই প্রতিযোগিতায় ইমরানুর নিজের সেরাটা দিতে পারেননি। গত মাসে লন্ডনের কুইন এলিজাবেথ অলিম্পিক পার্কের এক প্রতিযোগিতায় তিনি স্প্রিন্ট শেষ করেছিলেন ১০.১১ সেকেন্ডে। যা তার ক্যারিয়ারসেরা ও ১০০ মিটার দৌড়ে জাতীয় রেকর্ড।
অথচ প্রথম সেমির দৌড়ে ১০.১২ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন ইন্দোনেশিয়ার মুহাম্মাদ জোহরি লালু। নিজের সেরা টাইমিং করতে না পারার আক্ষেপ ইমরানুরের। ১০০ মিটার স্প্রিন্টে হয়েছে মোট তিনটি সেমিফাইনাল। প্রতিটিতে আটজন দৌড়বিদ অংশ নেন। ইমরানুরের ক্যারিয়ারসেরা টাইমিংয়ের চেয়েও বেশি সময় নিয়ে ফাইনালে উঠেছেন থাইল্যান্ডের সোরাওত ড্যাপবাং (১০.১৬ সেকেন্ড) ও বাহরাইনের সাঈদ সাদ (১০.১৯ সেকেন্ড)। এর আগে শুক্রবার পাঁচ নম্বর হিটে ইমরানুর ১০ দশমিক ৪৪ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে তৃতীয় হয়ে সেমি ফাইনালের টিকিট কেটেছিলেন। গত জুলাইয়ে থাইল্যান্ডে হওয়া এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টে সেমিফাইনাল খেলেছিলেন ইমরানুর। চলতি বছরের ফেব্রুয়ারিতে কাজাখস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছিলেন বাংলাদেশের এই দ্রুততম মানব।