ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেখ রাসেল বালক স্কুল রাগবিতে চ্যাম্পিয়ন সেন্ট গ্রেগরি

প্রকাশিত: ২১:৫০, ১৮ মার্চ ২০২৩

শেখ রাসেল বালক স্কুল রাগবিতে চ্যাম্পিয়ন সেন্ট গ্রেগরি

স্কুল রাগবিতে চ্যাম্পিয়ন সেন্ট গ্রেগরি।

বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামকরণে ‘শেখ রাসেল বালক স্কুল রাগবি প্রতিযোগিতায়’ চ্যাম্পিয়ন হয়েছে সেন্ট গ্রেগরি।

শনিবার (১৮ মার্চ) পল্টন মাঠে অনুষ্ঠিত  হয়েছে শেখ রাসেল অনুর্ধ-১৭ বালক স্কুল রাগবি প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার প্রদান। বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ও পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ফাইনালে সেন্ট গ্রেগরি হাই স্কুল এন্ড কলেজ ৩৩-৫ পয়েন্টে বান্দুৱা হলিক্রস স্কুল এন্ড কলেজকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়।

এর আগে মিতালী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় ২৪-০ পয়েন্টে মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুলকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে। মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুল চতুর্থ স্থান অর্জন করে। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয় চ্যাম্পিয়ন দলের মারুফ।

প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী। আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট সম্পাদক সিরাজুল ইসলাম, সদস্য পারভিন নাছিমা নাহার প্রমুখ। 

রুমেল

×